দেশে প্রথম তৈরি হচ্ছে 3D Post Office, সুবিধা অবাক করা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পোস্ট অফিস দেশের অধিকাংশ নাগরিকের কাছে ভরসার অন্যতম জায়গা। এবার এই পোস্ট অফিস পরিষেবার ক্ষেত্রে আসছে এক নতুন দিগন্ত। দেশে প্রথম তৈরি হচ্ছে 3D Post Office। আর এই থ্রিডি প্রিন্টেড পোস্ট অফিস পোস্ট অফিসের ইতিহাসে নতুন যুগ লিখতে চলেছে।

Advertisements

থ্রিডি প্রিন্টেড পোস্ট অফিস তৈরি হচ্ছে বেঙ্গালুরুতে। ১০০০ স্কোয়ার ফুট এলাকা জুড়ে তৈরি করা হবে এমন পোস্ট অফিস। বেঙ্গালুরুর হালাসুরুতে অবস্থিত কেমব্রিজ লেআউটে তৈরি করা হবে এই থ্রিডি প্রিন্টেড পোস্ট অফিস। দেশের প্রথম এমন থ্রিডি পোস্ট অফিস তৈরি করার ক্ষেত্রে চুক্তি পেয়েছে লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড (L&T)।

Advertisements

থ্রিডি প্রিন্টেড পোস্ট অফিস তৈরি করার ক্ষেত্রে একগুচ্ছ সুবিধা রয়েছে। সব থেকে সুবিধা হল এই পদ্ধতি অবলম্বন করে ভবন নির্মাণ করার জন্য সাধারণ ভবন নির্মাণ করার ক্ষেত্রে যা খরচ হয় তার থেকে অনেক খরচ কম হবে। প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ খরচ কম হবে বলে জানা যাচ্ছে। এছাড়াও মাত্র ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে ভবন তৈরির কাজ শেষ হয়ে যাবে।

Advertisements

১০০০ স্কোয়ার ফুট এলাকা জুড়ে তৈরি হওয়া এমন থ্রিডি পোস্ট অফিস তৈরি করার ক্ষেত্রে ২৩ লক্ষ টাকা খরচ হচ্ছে বলে জানা গিয়েছে। সরকারি এই ভবন তৈরি করার ক্ষেত্রে যে সকল প্রযুক্তির ব্যবহার চলছে তা দেখে মুগ্ধ এলাকার বাসিন্দারা এবং সম্প্রতি এই ভবনের টেকনোলজির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

যে প্রযুক্তিতে এমন ভবন তৈরি করার কাজ চালাচ্ছে সরকার সেই প্রযুক্তি আগামী দিনে ঘর বাড়ি তৈরি করার ক্ষেত্রে ব্যবহার হবে বলে মনে করছেন কর্ণাটক সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল এস রাজেন্দ্রকুমার। কারণ এই প্রযুক্তিতে যেমন তাড়াতাড়ি ভবন নির্মাণ সম্ভব ঠিক সেই রকমই খরচ কম হয়।

Advertisements