নিজস্ব প্রতিবেদন : 4G র পর এখন দেশের মানুষ 5G 5G করে পাগল। সেই কবে থেকে এই পরিষেবা চালু হবে বলে শোনা যাচ্ছে। কিন্তু চালু আর হচ্ছে না। মানুষ মুখিয়ে রয়েছেন 5G পরিষেবা ব্যবহার করার জন্য। তবে এবার এই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এমনটাই টের পাওয়া গেল মন্ত্রীর 5G পরিষেবায় কথা বলার পরিপ্রেক্ষিতে।
5G পরিষেবার ট্রায়াল এতদিন চলছিল আইআইটি মাদ্রাজে। সেখানেই পরীক্ষামূলকভাবে 5G পরিষেবায় কল এবং ভিডিও কল করলেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই জানিয়েছেন খোদ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, ‘আইআইটি মাদ্রাজে সফল ভাবে 5G কল করা হয়েছে। এই সম্পূর্ণ এন্ড টু এন্ড নেটওয়ার্ক তৈরি হয়েছে ভারতেই।’
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই 5G পরিষেবা তৈরি হওয়া এবং প্রযুক্তির সফলতা প্রসঙ্গে অশ্বিনী বৈষ্ণব বলতে গিয়ে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিকল্পনার ফল এই দেশীয় প্রযুক্তির 5G পরিষেবা। এর পাশাপাশি জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই 5G স্পেক্ট্রাম বিক্রির জন্য কেন্দ্রের কাছে অনুমোদনের জন্য আবেদন করা হতে পারে।
5G পরিষেবা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর এই তৎপরতা এবং স্পেক্ট্রাম বিক্রি নিয়ে তৎপরতার পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে চলতি বছরই মোবাইল ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে 5G পরিষেবা। শুধু টেলিকম মন্ত্রী নন, দিন কয়েক আগেই এই পরিষেবা নিয়ে কথা বলতে দেখা দিয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি জানিয়েছেন, এই 5G পরিষেবা কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, লজিস্টিক সহ বিভিন্ন ক্ষেত্রে আমূল পরিবর্তন এনে দেবে।
এই 5G পরিষেবার ফলে ডাউনলোডের গতি বাড়বে ১০ গুণ, স্পেকট্রাম এফিশিয়েন্সি হবে ৩ গুণ বেশি হবে বলে মনে করা হচ্ছে। তবে এর জন্য অতিরিক্ত টাকা খরচ হতে পারে গ্রাহকদের এমনটাও আশা করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই পরিষেবার মূল্য অথবা লঞ্চ হওয়ার দিন সম্পর্কে সুস্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।