ইতিহাস গড়তে চলেছে ভারত, মহাকাশে পাড়ি দিচ্ছে বেসরকারি সংস্থার প্রথম রকেট

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ইতিহাস গড়তে চলেছে ভারত। প্রথমবার ভারতের বেসরকারি সংস্থার তৈরীর রকেট পাড়ি দিতে চলেছে মহাকাশে। এই রকেট মহাকাশে পাঠানো হবে আগামী সপ্তাহে। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফৎ। বেসরকারি সংস্থার এই রকেট তৈরি থেকে উৎক্ষেপণ সমস্ত প্রক্রিয়ার নাম দেওয়া হয়েছে ‘প্রারম্ভ’। মহাকাশ গবেষণার ক্ষেত্রে এমন পদক্ষেপ যুগান্তকারী পদক্ষেপ বলে আখ্যা দেওয়া হচ্ছে।

Advertisements

যুগান্তকারী এমন পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে যে বেসরকারি সংস্থা অংশগ্রহণ করছে তার নাম হলো হায়দরাবাদের সংস্থা স্কাইরুট এরোস্পেস। এই সংস্থাকে ২০২০ সাল থেকে মহাকাশ গবেষণায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। সংস্থার তরফ থেকে যে রকেটটি তৈরি করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে বিক্রম-এস। এই রকেটটি আগামী ১২ থেকে ১৬ নভেম্বরের মধ্যে মহাকাশে পাড়ি দেবে।

Advertisements

যদিও আবহাওয়ার কথা মাথায় রেখে এখনো পর্যন্ত সঠিক দিন সিদ্ধান্ত করে নেওয়া হয়নি বলে জানা যাচ্ছে। তবে যেদিনই হোক না কেন এই প্রথম ভারতের বেসরকারি সংস্থা তৈরীর রকেট মহাকাশে পাড়ি দেবে এবং সেই রকেট পাড়ি দেবে শ্রীহরিকোটা থেকে। এই রকেট তৈরি করার পরিপ্রেক্ষিতে ইসরোকে ধন্যবাদ জানানো হয়েছে ওই সংস্থার তরফ থেকে।

Advertisements

সংস্থার তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, তাদের প্রথম মহাকাশ অভিযান প্রারম্ভ ১২ থেকে ১৬ নভেম্বর মহাকাশে পাড়ি দেবে। এমন উদ্যোগের পরিপ্রেক্ষিতে ইসরো প্রধান তাদের বিপুলভাবে সহযোগিতা করেছেন এবং এই সহযোগিতার জন্য তারা ইসরোকে ধন্যবাদ জ্ঞাপন করছেন।

ওই বেসরকারি সংস্থার তরফ থেকে যে রকেটটি তৈরি করা হয়েছে অর্থাৎ বিক্রম এস, সেটির কক্ষপথের একটি নির্দিষ্ট অংশে কার্যকর হতে পারে সমস্ত প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে। এই রকেট একসঙ্গে তিন ধরনের যন্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম। তারা এই ধরনের রকেট প্রথম উৎক্ষেপণ করে গুণগত মান যাচাই করতে চাইছেন বলেও জানিয়েছেন। আগামী দিনে তাদের এই ধরনের আরও রকেট উৎক্ষেপণ করার ইচ্ছা রয়েছে।

Advertisements