Advertisements

ঘুমিয়ে কামাল, ৫ লক্ষ টাকা জিতে নিলেন এই ২৬ বছরী বঙ্গতনয়া

Shyamali Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : ভালো রোজগারের স্বপ্ন প্রত্যেকের রয়েছে। তবে এই ভালো রোজগার করার জন্য প্রয়োজন হয় কঠোর পরিশ্রম। কিন্তু একটি সংস্থার তরফ থেকে পরিশ্রম না করে কেবলমাত্র ঘুমিয়েই টাকা রোজগারের সুযোগ করে দেওয়া হয়। সেই সুযোগকে কাজে লাগিয়ে বাজিমাত করলেন এক বঙ্গতনয়া। জিতলেন প্রথম পুরস্কার ৫ লক্ষ টাকা।

Advertisements

wakefit নামে ব্যাঙ্গালুরুর একটি সংস্থা এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংস্থার তরফ থেকে এই প্রতিযোগিতার জন্য শর্ত হিসাবে জানানো হয়, মোট কাজের দিন ১০০। টানা ওই ১০০ দিন দিনে ৯ ঘণ্টা করে ঘুমোতে হবে। কেউ ১০০ দিনে ৯ ঘণ্টার কম ঘুমালে কোনো অর্থ পাবেন না।

Advertisements

সংস্থার দাবি, এই ব্যস্ততম যুগেও ঘুম মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য গুরুত্বপূর্ণ, তবে তা অনেকেই খেয়াল রাখেন না। শরীরের বিশ্রাম কতটা প্রয়োজন তাও ভুলে যান মানুষ। আর পর্যাপ্ত ঘুমের অভাবে নানারকমের অসুখের প্রবণতা বাড়ছে। অন্যান্য কাজের সাথেই ঘুমও যে যথেষ্ট প্রয়োজনীয় সেই বিষয়ে মানুষকে সতর্ক করতেই এই উদ্যোগ।

Advertisements

এই ধরনের প্রতিযোগিতার প্রথম সিজনে অংশগ্রহণ করেছিলেন প্রায় ১ লক্ষ ৭৫ হাজার প্রতিযোগী। অন্যদিকে দ্বিতীয় সিজনে অংশগ্রহণ করেছিলেন ৫ লক্ষ ৫০ হাজার প্রতিযোগী। প্রথম সিজনে প্রথম পুরস্কার হিসেবে রাখা হয়েছিল ১ লক্ষ টাকা এবং দ্বিতীয় সিজনে এই টাকার পরিমাণ ছিল ৫ লক্ষ।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম প্রতিযোগীর নাম সংস্থার তরফ থেকে ঘোষণা করা হয় গত ২৪ আগস্ট। নাম ঘোষণার পর দেখা যায় প্রথম স্থান অধিকার করেছেন পশ্চিমবঙ্গের হুগলির তৃপর্ণা চক্রবর্তী (২৬)। তার সংগ্রহে এসেছে সবচেয়ে বেশি ৯৫ পয়েন্ট।

Advertisements