সভ্যতার প্রথম থেকেই ভারতে মুদ্রা বা টাকার প্রচলন শুরু হয়। জিনিসপত্র বেচাকেনার ক্ষেত্রে মুদ্রা বা টাকা (Currency) প্রধান ভূমিকা পালন করে থাকে। প্রথম প্রথম এটি বিভিন্ন ধাতু দিয়ে তৈরি হলেও। পরবর্তীকালে তা কাগজের রূপান্তরিত হয়। এবং সম্পূর্ণ আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর প্রত্যেকটি টাকা বা মুদ্রাতে আরবিআই-এর (RBI) নাম এবং গভর্নরের (Governor of India) সই থাকে।কিন্তু এমন একটি নোট ভারতে প্রচলিত আছে যেখানে গভর্নরের সই থাকে না।
ভারতে নোট বা টাকা ছাপার আইনত অধিকার রয়েছে কেবল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। এই মুহূর্তে ভারতে চালু রয়েছে ১, ২, ৫, ১০, ৫০, ১০০, ৫০০ এবং ২০০০ টাকার নোট (Bank Note)। কিন্তু এর মধ্যে একটি নোট রিজার্ভ ব্যাঙ্ক ছাপে না।
সেই ‘ব্যতীক্রমী’ নোটটি হল – এক টাকার নোট (One Rupee Note)। এই নোটটি ছাপে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। অন্যান্য সবকটি নোটেই যেখানে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সই দেখতে পাওয়া যায়, সেখানে কেবল এক টাকার নোটে সই করেন ভারতের কেন্দ্রীয় অর্থ সচিব।
জানা যায়, এক টাকার নোট প্রথম ছাপা হয়েছিল ১৯১৭ সালে। কিন্তু সেই সময় আরবিআই প্রতিষ্ঠিত হয়নি। ব্রিটিশ শাসনকালে এক টাকার নোট ব্যবহার করা হতো। আর সেই সময় এতে গভর্মেন্ট অফ ইন্ডিয়া লেখা থাকতো।
প্রসঙ্গত, সর্বশেষ যে এক টাকার নোট নতুন করে বাজারে এসেছে তা প্রকাশিত হয়েছিল ২০১৪ সালের ৬ই মার্চ। রাজস্থানের শ্রীনাথজি মন্দিরে এই নোট প্রকাশিত হয়। তৎকালীন অর্থ সচিব রাজিব মেহর্ষির সই রয়েছে এই নোটে। এর আগে ১৯৯৪ সালে শেষ বারের মতো ১ টাকার নোট ছাপা হয়েছিল।