Second Longest Flyover: যানজটের ঝামেলা থেকে মুক্তি! এই জায়গায় তৈরি হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম ফ্লাইওভার

Prosun Kanti Das

Published on:

Advertisements

India’s second largest flyover is being built in Guwahati to avoid traffic jams: যানজট মানুষের জীবনে এক বড় সমস্যা। কোন কাজে বেরিয়ে যখন রাস্তায় আপনাকে যানজটের সম্মুখীন হতে হয় এর থেকে বড় সমস্যা আর হতে পারেনা। গুয়াহাটিতে যানজট কমানোর জন্য বহুদিন ধরেই পরিকল্পনা চলছে একাধিক ফ্লাইওভার করার। পরিকল্পনা অনুযায়ী শুরু হয়ে গেছে কাজও। সেই জন্যই এবার অসম পেতে চলেছে দেশের দ্বিতীয় বৃহত্তম ফ্লাইওভার (Second Longest Flyover)। ঠিক করা হয়েছে এই নতুন ফ্লাইওভারটি তৈরি হবে গুয়াহাটির নুনমাটি থেকে দীঘালিপুখুরি পর্যন্ত।

Advertisements

অসমের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম ফ্লাইওভার (Second Longest Flyover) তৈরি হবে গুয়াহাটিতে। শুক্রবার এই ক্যাবিনেট বৈঠক হয়েছিল অসমের জোড়হাটে। অসমের গুয়াহাটির Noonmati থেকে Dighalipukhuri পর্যন্ত নতুন ফ্লাইওভার তৈরির করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই ফ্লাইওভারটি লম্বায় হবে মোট সাড়ে চার কিলোমিটার। দেশের এই দ্বিতীয় বৃহত্তম ফ্লাইওভার তৈরি করতে খরচ হবে মোট ৮৫৩ কোটি টাকা।

Advertisements

ফ্লাইওভারটি হবে চার লেনের সেরকমই মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুয়াহাটির এই ফ্লাইওভারটি নুনমাটির এফসিআই গোডাউনের সঙ্গে যোগ করবেরিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসকে। এছাড়া রাজারা রোডকে যুক্ত করা হবে ফ্লাইওভার এর সাথে। সেটিকে দুলেনের করে রাস্তার সাথে যোগ করা হবে ফ্লাইওভারের সাথে। সূত্রের মাধ্যমে জানা গেছে যে, দেশের দ্বিতীয় বৃহত্তম ফ্লাইওভার (Second Longest Flyover) তৈরি করার টেন্ডার ডাকার পদ্ধতি শুরু হয়ে গেছে।

Advertisements

অসমের মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল গত বছর নভেম্বর মাসেই গুয়াহাটিতে তৈরি হবে তিনটি একেবারে নতুন ফ্লাইওভার। ফ্লাইওভারগুলি তৈরি হবে গুয়াহাটির ডাউন টাউন হাসপাতাল, ফাটাসিল গারচুক এবং কামারপাড়া এবং ফাটাসিল এলাকা জুড়ে। এছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, অসমের বিভিন্ন স্থানে অন্তত ১০টি ফ্লাইওভার এবং রোড ওভার ব্রিজ তৈরি করা হবে। অসমের যেসব জায়গায় ফ্লাইওভার তৈরি হবে সে জায়গা গুলি হল, কাঠিয়াটোলি, বোরঘাট, ডেমাউ, রাহা, বইহাটা, সিমলাগুড়ি, বঙ্গাইগাঁও রিফাইনারি, চাপাগুড়ি, পাঠশালা এবং জাগি রোড এলাকা, এছাড়া হবে রোড ওভার ব্রিজ।

হিমন্ত বিশ্ব শর্মার প্রশাসনের মূল লক্ষ্য হল গুয়াহাটিকে যানজট মুক্ত করে সেখানকার রাস্তায় গতি আনা। সেই কারণেই একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার। দেশের দ্বিতীয় বৃহত্তম ফ্লাইওভার (Second Longest Flyover) উপহার হিসেবে পাওয়া গুয়াহাটির মানুষের কাছে এর বিশাল গর্বের ব্যাপার। এমনকি ভক্তদের যাতে কোনরকম অসুবিধা না হয় তার জন্য কামাখ্যা মন্দিরে যাওয়ার একটি আলাদা রাস্তা তৈরি করা হচ্ছে। গুয়াহাটি হবে দক্ষিণ এশিয়ার গেটওয়ে এমনটাই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেই কারণেই নেওয়া হয়েছে এত বড় প্রকল্প। অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন যে, পরিকল্পনা অনুযায়ী গুয়াহাটিতে হবে একটি রিং রোড। সেই কাজ শুরু হবে চলতি বছরের আগস্ট মাসের মধ্যেই।

Advertisements