ঘোষিত হলো ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচের ভারতীয় দল

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ইংল্যান্ডের ভারত সফরের ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে টেস্ট সিরিজ। এই টেস্ট সিরিজে ভারতীয় দল তাদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সিরিজ নিজেদের ঘরে তুলেছে। পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচও হয়ে গেছে। আর এই চারটি ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে ইংল্যান্ড এবং দুটিতে জয় পেয়েছে ভারতীয় দল। টি-টোয়েন্টি সিরিজের হাড্ডাহাড্ডি লড়াইয়ে পঞ্চম ম্যাচ বলে দেবে কাদের হাতে যাবে সিরিজ। আর এরই মাঝে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের দল ঘোষণা করলো বিসিসিআই।

Advertisements

শুক্রবার বিসিসিআইয়ের তরফ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হলো। ১৮ সদস্যের দল ঘোষণার আগে এদিন নির্বাচক প্রধান চেতন শর্মা নেতৃত্বে বৈঠকে বসেন জাতীয় নির্বাচক কমিটির সদস্যরা। আর এই বৈঠকের পরেই ওয়ানডে সিরিজের ভারতীয় দলের সদস্যদের নাম ঘোষণা করেন বিসিসিআই সচিব জয় শাহ।

Advertisements

ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দলের ১৮ সদস্যের মধ্যে জায়গা করে নিয়েছেন সূর্য কুমার যাদব। পাশাপাশি দলে নেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমার এবং ক্রুনাল পান্ডিয়াকে। আর এই ১৮ সদস্যের দলে জায়গা হয়নি জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা কিংবা পৃথ্বী শ-র। জসপ্রীত বুমরাহ বিয়ের জন্য ছুটিতে। চলুন দেখে নেওয়া যাক ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল।

Advertisements

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থ, কেএল রাহুল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ক্রুনাল পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, মহঃ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং শার্দূল ঠাকুর।

[aaroporuntag]
প্রসঙ্গত, আগামী ২৩ শে মার্চ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। পুনেতে শুরু হবে এই খেলা। সূচি অনুযায়ী এই ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচের মধ্যে তিনটি খেলায় হবে পুনেতে। ২৩ শে মার্চ প্রথম ওয়ানডের পর দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে খেলা রয়েছে যথাক্রমে ২৬ এবং ২৮ মার্চ।

Advertisements