Indo-America Agreement: আমেরিকার সাথে ৪৩৬ কোটি টাকার চুক্তি করল ভারত, চাপের মুখে চীন

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Indo-America Agreement: আমেরিকার সাথে ৪৩৬ কোটি টাকার চুক্তি করল ভারত, চাপের মুখে চীন। নিজের দেশের সীমানা নিয়ে মোটেই খুশি নয় চীন। বিশ্বের প্রায় সর্বত্রই তার দখলদারি চাই। ভারত মহাসাগর থেকে শুরু করে বিশ্বের সর্বত্র আধিপত্য বিস্তারের এক প্রবল বাসনা রয়েছে চীনের। কিন্তু সেই বাসনাতে একেবারে জল ঢেলে দিয়েছে ভারত আর আমেরিকা। ভারত ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত হল এক বিরাট প্রতিরক্ষা চুক্তি (Indo-America Agreement)। চীনের রাতের ঘুম ওড়ানোর জন্য এই চুক্তিই যথেষ্ট বলে মনে করছে বিশেষজ্ঞরা।

Advertisements

চীন ভারতের প্রতিবেশী দেশ হলেও, ভারতের সাথে সম্পর্কটা মোটেও ভালো নয়। শেষ কিছুদিন যাবত আবারো চীন ও ভারতের মধ্যে চলছে এক প্রকার ঠান্ডা লড়াই। দুই দেশই অপেক্ষা করছে অপর দেশের উপর হামলা করার জন্য। দুটি দেশই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরো উন্নত করতে ব্যস্ত। আর সেই কারণেই ভারতের উন্নতি চীনের জন্য বেশ আশঙ্কাজনক হয়ে ওঠে। ভারত আমেরিকার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি (Indo-America Agreement) স্বাক্ষরিত হওয়ার পর চীন আরও কিছুটা চাপের মধ্যে পড়ে গেছে। ভারতের সাথে লড়াই করার জন্যই চীনকে যথেষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হচ্ছে। তার উপর যদি আবার আমেরিকা পাশে এসে দাঁড়ায় তাহলে চীনের অবস্থা আরো খারাপ হতে চলেছে। তাই ভারতের সাথে আমেরিকার এই চুক্তি চীনের জন্য খুব একটাসুখবকর নয় বলেই মনে করছে বিশেষজ্ঞরা।

Advertisements

ভারত ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত হলো অনেক বড় একটি প্রতিরক্ষা চুক্তি (Indo-America Agreement)। এই চুক্তির মাধ্যমে ভারতের কাছে আন্টি সাবমেরিন অস্ত্র বিক্রি করতে সম্মত হয়েছে আমেরিকা। মূলত অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার সোনোবাস নামক এই অস্ত্রটি বিক্রি করার জন্যই করা হয়েছে এই বিরাট চুক্তি। অ্যান্টি সাবমেরিন অস্ত্রের সাথে প্রয়োজনীয় যন্ত্র এবং পরিষেবা সবকিছুই আমেরিকার কাছ থেকে কিনতে পারবে ভারত। বর্তমানে ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আমেরিকায় গিয়েছেন এবং সেখানেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে। এই অস্ত্রগুলো কেনার জন্য খরচ পড়বে প্রায় ৫২.৬ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় ৪৩৬ কোটি টাকা।

Advertisements

আরো পড়ুন: রাতের ঘুম উড়ল চীনের! এবার ভারতের হাতে যা এলো আমেরিকা ছাড়া আর কারো হাতে নেই

ভারত ও আমেরিকার মধ্যে এই চুক্তি (Indo-America Agreement) হঠাৎ করে হয়নি। বেশ কিছুদিন ধরেই এই নিয়ে আলোচনা চলছিল দুই দেশের মধ্যে। সম্প্রতি রাজনাথ সিং চার দিনের জন্য আমেরিকা সফরে গিয়েছিলেন। আর তখনই এই চুক্তি স্বাক্ষরিত করছেন। আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশনের পক্ষ থেকে একটি বিবৃতির মাধ্যমে সম্পূর্ণ ঘটনাটি জানানো হয়েছে। তারা জানিয়েছে, অ্যান্টি সাবমেরিন যুদ্ধবিমান সোনোবাস ইন্ডিয়ার কাছে বিক্রি করতে অনুমোদন দিয়েছে আমেরিকার বিদেশ মন্ত্রী। ইতিমধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে দুই দেশের মধ্যেই। খুব শীঘ্রই ৫২.৬ মিলিয়ন ডলার অর্থাৎ ৪৩৬ কোটি টাকার বিনিময়ে এই যুদ্ধবিমানটি ভারতের কাছে হস্তান্তর করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত উল্লেখ্য, শুধুমাত্র হাই অল্টিটিউড আন্টি সাবমেরিন ওয়ারফেয়ার যুদ্ধ বিমানটি নয়, এর সাথে ভারতের হাতে আসতে চলেছে এই যুদ্ধবিমান সংক্রান্ত যাবতীয় যন্ত্রাংশ এবং প্রয়োজনীয় পরিষেবাগুলিও। কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল সাপোর্ট, টেকনিক্যাল এন্ড পাবলিকেশন এন্ড ডাটা, লজিস্টিক সার্ভিস এন্ড সাপোর্ট সব কিছুই রয়েছে এই চুক্তির আওতাধীন। এত বড় চুক্তির (Indo-America Agreement) মধ্য দিয়ে ভারত ও আমেরিকার প্রতিরক্ষা মূলক সম্পর্ক আরো মজবুত হতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। আর এই ঘটনা চীনের জন্য যে কোনোভাবেই সুখকর নয় তা বেশ ভালোভাবেই আন্দাজ করতে পারছে তিনটি দেশই।

Advertisements