আম্বানির ড্রাইভারের বেতন কত জানেন! শুনলে লজ্জায় পড়বেন বড় কর্পোরেট সংস্থার কর্মীরাও

নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল ধনকুবের রয়েছেন তাদের মধ্যে মুকেশ আম্বানি (Mukesh Ambani) এমন একজন শিল্পপতি, যিনি এই বছরের পর বছর ধরে একইভাবে নিজের ধনসম্পত্তি বজায় রেখেছেন। তার ধনসম্পত্তি হঠাৎ করে বেড়ে যায়নি অথবা হঠাৎ করে কমেও যায় না। সুন্দর ভাবে তিনি এবং তার সংস্থা তাদের ব্যবসা চালায় আর তাতেই বাজিমাত মুকেশ আম্বানি এবং আম্বানি পরিবারের অন্যান্যরা।

আম্বানি পরিবারের রোজগার সম্পর্কে সূত্র মারফত যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে, গত কয়েক বছর ধরে মুকেশ আম্বানি এবং তার পরিবারের গড়ে দৈনিক রোজগার হলো ১৭০ কোটি টাকা। স্বাভাবিকভাবেই ক্রমশ আম্বানি পরিবারের ধনসম্পত্তি বৃদ্ধি পাচ্ছে। আম্বানি পরিবারের ধন-সম্পত্তি এখন ৭,১৮,০০০ কোটি টাকা। ধনসম্পত্তি থাকার পাশাপাশি তাদের বিলাসবহুল জীবনযাপন থাকাই স্বাভাবিক।

মুকেশ আম্বানি এবং তার পরিবারের সদস্যদের বিলাসবহুলতার মধ্যে সৌখিন গাড়ির শখ রয়েছে। মুকেশ আম্বানির ঘরে সবচেয়ে দামি যে গাড়িটি রয়েছে তার দাম আনুমানিক ১৩ কোটি ১৪ লক্ষ টাকা। এছাড়াও তার বাড়িতে যে সকল গাড়ি রয়েছে সেগুলি হল Bentley Bentayga (দাম ৭.৫৬ কোটি), Land Rover Discovery (দাম ১ কোটি ৭৮ লক্ষ), Land Rover Range Rover (দাম ৫২ লক্ষ), Ford Endeavour ( দাম ১.৫৭ কোটি), Land Rover Range Rover Sport (দাম ৩.৪৫ কোটি), BMW X5 (দাম ১.৬৭ কোটি) ইত্যাদি।

এত সংখ্যক গাড়ি চালানোর জন্য মুকেশ আম্বানির বাড়িতে বিপুল সংখ্যক ড্রাইভার রয়েছেন। তাদের যখন তখন ডেকে পাঠানো হয় এবং তারা হাজির হন। এই সকল চালকদের মধ্যে মুকেশ আম্বানির ব্যক্তিগত গাড়ির যিনি ড্রাইভার রয়েছেন তার বেতন শুনলে রীতিমত লজ্জা পাবেন বড় বড় কর্পোরেট সংস্থার কর্মীরাও।

মুকেশ আম্বানি তার ব্যক্তিগত গাড়ির চালককে যে বেতন দিয়ে থাকেন তা বড় বড় কর্পোরেট সংস্থার কর্মীরা যেমন বছরে রোজগার করতে পারেন না, ঠিক সেই রকমই আবার বড় বড় শহরের অনেক ব্যবসায়ীরাও রোজগার করতে পারেন না। মুকেশ আম্বানির তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভারকে প্রতি মাসে দু’লক্ষ টাকা অর্থাৎ বছরে ২৪ লক্ষ টাকা বেতন দিয়ে থাকেন। বিপুল পরিমাণ এই বেতন ছাড়াও সব ধরনের সুবিধা দেওয়া হয়ে থাকে। ২০১৭ সাল থেকে এই বিপুল পরিমাণ বেতন এবং সুযোগ-সুবিধা দিয়ে আসছেন মুকেশ আম্বানি তার ব্যক্তিগত গাড়ি চালককে।