Infinix Inbook Y2 Plus: মোবাইলের দামেই মিলবে ল্যাপটপ, নয়া Inbook Y2 Plus আনল Infinix

Infinix Inbook Y2 Plus will match the price of the mobile: এতদিন পর্যন্ত স্মার্টফোন এর বাজার কাঁপালেও এবার বাজারে সস্তার উন্নত মনের ল্যাপটপ নিয়ে হাজির হয়েছে ইনফিনিক্স। দেশের বাজারে নতুন লঞ্চ হওয়া ইনফিনিক্স ল্যাপটপ টির নাম হলো Infinix Inbook Y2 Plus (Infinix Inbook Y2 Plus)। এই সংস্থার Y সিরিজের লেটেস্ট এডিশন ল্যাপটপ হলো এটি। এই ল্যাপটপ টিতে আবার ১TB পর্যন্ত SSD স্টোরেজের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

কোম্পানির তরফ থেকে জানা গেছে এই ল্যাপটপ ওজনে খুবই হালকা এবং এর ডিজাইনটি ও অত্যন্ত পাতলা ভাবে নির্মাণ করা হয়েছে। এতে রয়েছে যথেষ্ট উন্নত মানের টেকসই মেটাল বডি, অ্যালমুনিয়াম অ্যালয় ডিজাইন এবং মেটাল ফিনিশ। এই ল্যাপটপের প্রসেসর হিসাবে থাকবে 11th Gen Intel Core প্রসেসর। যার মাধ্যমে বাজেট ফ্রেন্ডলি এই ল্যাপটপটি মাল্টি টাস্কিংয়ের জন্য উপযুক্ত হয়ে উঠবে।

এই ল্যাপটপে থাকবে ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে। ল্যাপটপে মিলবে আল্ট্রা HD 1920×1080 রেজোলিউশন। এই ডিসপ্লে ৮৩ শতাংশ sRGB কালার গামুট এবং ২৬০ নিটস ব্রাইটনেস যুক্ত থাকবে। এছাড়াও এই ল্যাপটপ এ রয়েছে ৮২ শতাংশ স্ক্রিন টু বডি রেসিও। সেই সঙ্গে এতে আছে ডুয়াল স্পিকার। এই স্পিকার অডিও ভিডিয়ো উভয়ের ক্ষেত্রেই অত্যন্ত উন্নত পরিষেবা প্রদান করবে।

আরও পড়ুন 👉 Mobile Charging rules in train: ট্রেনে মোবাইল, ল্যাপটপ চার্জ দেওয়া নিয়ে কড়া হল রেল, না মানলে চরম শাস্তি

এই ল্যাপটপে সর্বোচ্চ ব়্যাম এর পরিমাণ ১৬ GB পর্যন্ত। সংস্থার তরফ থেকে এই ল্যাপটপে 50Wh ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জিংয়ের জন্য এতে আছে 65W ফাস্ট চার্জিং সিস্টেম। এই ল্যাপটপ PD 3.0 প্রযুক্তির মাধ্যমে দ্রুত চার্জ করতে সক্ষম। এছাড়া এতে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট চার্জিং সিস্টেম, ইউএসবি 3.0, HDMI, SD কার্ড স্লট, 3.5 এমএম হেডসেট, এবং মাইক্রোফোন জ্যাক। কোম্পানি তরফ থেকে বলা হয়েছে মাত্র ৬০ মিনিটে এই ল্যাপটপে ৭৫ শতাংশ চার্জ হয়ে যায়।

নির্মাণকারী সংস্থার তরফ থেকে এই ল্যাপটপের (Infinix Inbook Y2 Plus) ৮ জিবি স্টোরেজ যুক্ত ল্যাপটপের দাম রাখা হয়েছে ২৭৪৯০ টাকা। আর ১৬ জিবি ব়্যাম যুক্ত ল্যাপটপ টির মূল্য ৩৪৯৯০ টাকা। মোট তিনটি রং এটি পাওয়া যাবে বাজারে। সিলভার, ব্লু এবং গ্রে। অনলাইন প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এবং অফলাইন উভয় স্থান থেকেই আগ্রহী ক্রেতারা কিনে নিতে পারবেন এই ল্যাপটপ।