West Bengal Police Recruitment: মাসে মাসে মিলবে ৩৩ হাজার টাকা! রাজ্য পুলিশের এই দুই পদে চলছে নিয়োগ প্রক্রিয়া

Prosun Kanti Das

Published on:

Information Technology Specialist Recruitment in West Bengal Police: বর্তমানে যারা চাকরির জন্য চেষ্টা করছেন সেইসব যোগ্য চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! রাজ্য পুলিশে নিয়োগ (West Bengal Police Recruitment) করা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন করার শেষ তারিখ কিন্তু বাইশে জানুয়ারি। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের পদে কারার যোগ্য আবেদন করার জন্য? কিভাবে বেছে নেওয়া হবে এই পদের জন্য আজকের প্রতিবেদনে সেটাই কিন্তু আলোচ্য বিষয়।

রাজ্য পুলিশের এই বিজ্ঞপ্তি অনুসারে দুটি পদের জন্য আবেদন করতে পারবে চাকরিপ্রার্থীরা। একটি হল সফটওয়্যার ডেভেলপার ও অন্যটি হল ডেটা এন্ট্রি অপারেটর। চাকরিপ্রাপ্তদের পুলিশ হেড কোয়ার্টারে পোস্টিং দেওয়া হবে। কিভাবে নিয়োগ করা হবে এই চাকরির জন্য আসুন জেনে নিই বিস্তারিত। বিজ্ঞপ্তিতে দুটি পোষ্টের চাকরির কথা উল্লেখ করা আছে এবং পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। অনলাইন টেস্ট বা লিখিত পরীক্ষা দু’টি প্রক্রিয়ায় যোগ্যতা যাচাই করবেন রাজ্য পুলিশের কর্তা-ব্যক্তিরা (West Bengal Police Recruitment) ।

ইচ্ছুক চাকরিপ্রার্থীদের এই দুই পদে আবেদন করার জন্য কি রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আসুন আলোচনা করে নিই। যারা সফটওয়ার ডেভেলপার পদে আবেদন করবেন তাদের কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন ও তথ্য প্রযুক্তির স্নাতকোত্তরের ডিগ্রি থাকতে হবে। এমনকি এই বিষয়গুলিতে স্নাতকের শংসাপত্র থাকলেও আপনি আবেদন করতে পারবেন। কিন্তু ইচ্ছুক প্রার্থীকে সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন সাপোর্টের মতো কাজ জানতে হবে। এই ধরনের কাজগুলিতে দক্ষতা থাকলে তবেই আবেদন করা যাবে (West Bengal Police Recruitment)।

আরও পড়ুন 👉 WB Police Recruitment: বদলে যাচ্ছে রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের নিয়ম! আরও সহজে মিলবে চাকরি

আবার যারা ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে চান (West Bengal Police Recruitment) তাদের যে কোনও বিষয়ের স্নাতকের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, তাঁদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের শংসাপত্র থাকতে হবে। সফটওয়ার ডেভেলপারের পদে মাসে মিলবে ৩৩ হাজার টাকা। অন্যদিকে ডেটা এন্ট্রি অপারেটরদের দেওয়া হবে মাসে ১৬ হাজার টাকা। তবে বেতন ছাড়া অন্য কোনও আর্থিক সুযোগ সুবিধা পাবে না। সফটওয়ার ডেভেলপার পদে শূন্যপদ হলো মাত্র এক। আর ডেটা এন্ট্রি অপারেটর পদে শূন্য পদ হলো চার। আগামী কয়েক মাসের মধ্যেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া।

এই দুই পদের জন্য ১২ জানুয়ারি থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। শেষ তারিখ হলো ২২ জানুয়ারি। এক্ষেত্রে কোনো ফি লাগছেনা। পরীক্ষার দিন শীঘ্রই ঘোষণা করা হবে। এছাড়া এক বছরের চুক্তিতে নির্বাচিত হবেন প্রার্থীরা। এছাড়া, লোকসভা ভোটের আগে রাজ্য পুলিশ বাহিনীতে বিপুল নিয়োগ করা হবে। পুরুষ ও মহিলা কনস্টেবল মিলিয়ে মোট ১২ হাজার জনকে চাকরি দেওয়া হবে।