নিজস্ব প্রতিবেদন : ভারতীয় অর্থনীতি এখন পরিষেবামূলক অর্থনীতি থেকে রূপান্তরিত হয়ে উৎপাদন মূলক অর্থনীতিতে পরিণত হয়েছে। ভারতীয় অর্থনীতির এমন উন্নতির ফলে দিন দিন বাড়ছে জিডিপি (GDP)। জিডিপি বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে আগামী দিনে দেশ বিশ্বের তৃতীয় শক্তিশালী অর্থনৈতিক দেশ হয়ে দাঁড়াবে এই স্বপ্ন দেখছেন রাষ্ট্রনেতারা। অন্যদিকে ভারতের এমন অর্থনৈতিক উন্নতিতে রাতের ঘুম উড়ছে চীনের (China), আর এবার ইনফোসিস (Infosys) যে পদক্ষেপ নিল তাতে চিনের অস্বস্তি আরও বৃদ্ধি পেল।
নতুন বছরের শুরুতে ইনফোসিস যে ব্যবস্থা নিয়েছে সেই ব্যবস্থা এর আগে নিতে দেখা গিয়েছিল টাটা গোষ্ঠীকে (TATA Group)। টাটা গোষ্ঠীর পর নতুন করে ইনফোসিসের এমন পদক্ষেপ চরম চাপে ফেলছে চিনকে। কেননা চীনের মত দেশ সেমিকন্ডাক্টর নির্মাণ শিল্পের ক্ষেত্রে অনেক এগিয়ে এবং তাদের উপর বিশ্বের বহু দেশের পাশাপাশি নির্ভরশীল থাকতে হয় ভারতকে। ভারতীয় শিল্পপতিদের এবার এই জায়গায় কোপ মারার ফলে চীনের উপর নির্ভরশীলতা অনেক কমে যাবে।
টাটা গোষ্ঠীর তরফ থেকে আগেই সেমিকন্ডাক্টর নির্মাণ শিল্পে বিনিয়োগ করা হয়েছিল। তাদের এমন বিনিয়োগের পর এবার ইনফোসিস সেমিকন্ডাক্টর নির্মাণের একটি গোটা কোম্পানি কিনে নিল। টাটা গোষ্ঠীর পর ইনফোসিসের এমন পদক্ষেপ চিপ নির্মাণ শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে বেশ বড় ইতিবাচক দিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কেননা এর ফলে চীনের উপর নির্ভরশীলতা অনেকটাই কমে যাবে এবং ভারত স্বনির্ভর হওয়ার দিকে ধাপে ধাপে এগোচ্ছে।
আরও পড়ুন ? রতন টাটার বড় পরিকল্পনা! চিনের লাফালাফি বন্ধ করতে ঢালছেন ৪০ হাজার কোটি টাকা
গত বৃহস্পতিবার ইনফোসিস InSemi নামের একটি চিপ নির্মাণকারী সংস্থা কিনে নেওয়ার ঘোষণা করেছে। এই সংস্থা কেনার ক্ষেত্রে ইনফোসিস ২৮০ কোটি টাকা বিনিয়োগ করেছে। ইনফোসিস সংস্থার তরফ থেকে যে তথ্য দেওয়া হয়েছে তা থেকে জানা যাচ্ছে, ঐ তথ্য প্রযুক্তি সংস্থার ১০০ শতাংশ শেয়ার এখন ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির হাতে চলে এসেছে। পুরো একটি তথ্যপ্রযুক্তি সংস্থা নিজেদের হাতে নিয়ে নেওয়ার ফলে সংস্থাকে কোনরকম ভাবেই অন্যের উপর ভরসায় থাকতে হবে না।
যেকোনো ইলেকট্রনিক্স গ্যাজেট তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটি হল সেমিকন্ডাক্টর। চলতি কথায় যাকে চিপ বলা হয়। গত মাসে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছিলেন, তাদের রাজ্যে টাটা গোষ্ঠীর তরফ থেকে ৪০ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিপ্রেক্ষিতে একটি সেমিকন্ডাক্টর প্রসেসিং কারখানা গড়ে তোলা হবে। এরপর আবার ইনফোসিস এমন পদক্ষেপ নেওয়ার ফলে সেমিকন্ডাক্টর তৈরির ক্ষেত্রে ভারত দিন দিন বড় পদক্ষেপ নিচ্ছে তা বলাই বাহুল্য।