Infosys will provide jobs to 3100 youth in the IT sector in the state: ২০০৮ সালে একটি প্রকল্প ঘোষণা হওয়ার প্রায় ১৬ বছর পর কলকাতায় তার নতুন বিস্তীর্ণ ক্যাম্পাস থেকে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছে আইটি জায়ান্ট ইনফোসিস (Infosys)। বিভিন্ন বাধা অতিক্রম করার পর শুভ সূচনা ও উন্নয়নের মাধ্যমে কাজ শুরু হতে চলেছে বলে আশা করা যায়। তথ্য প্রযুক্তিতে কলকাতাকে আরো উন্নত করে তুলবে এই প্রকল্প। এখন ইনফোসিসের প্রায় ৪০০ জন কর্মী নিউটাউনে যে অফিস থেকে কাজ করছে সেটি ভাড়া করা। তবে খুব শীঘ্রই নিজেদের ক্যাম্পাস খুলতে চলেছে ইনফোসিস।
২০২৩ সালের শুরুর দিকে ইনফোসিস (Infosys) কলকাতায় হাজির হয়, নিউটাউনের প্রায় ৪০০০০ স্কয়ার ফুটের একটি অফিস অধিগ্রহণ করে এতদিন ধরে কাজ চালাচ্ছিল তারা। এর পিছনে ১০০ কোটি টাকা খরচ হয়েছিল বলে কোম্পানির তরফ থেকে জানানো হয়। কিন্তু তার পাশেই ৫০ একর জমিতে তৈরি হচ্ছে ইনফোসিসের নতুন ক্যাম্পাস। ক্যাম্পাস তৈরির কাজ প্রায় শেষ হতে চলেছে। ক্যাম্পাসের প্রথম ফেজের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে বলে ইনফোসিস (Infosys) কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই ক্যাম্পাসটি উদ্বোধন করে কাজ শুরু করবে ইনফোসিস। আর যদি সেটা হয় তাহলে কলকাতা হয়ে উঠতে পারে আইটি কোম্পানিটির বড় বেস। ক্যাম্পাসে ঢোকার আগেই বাংলায় ইনফোসিস লেখা ফলক দেখে আপ্লুত রাজ্যবাসী। ভিন রাজ্যে ইনফোসিসের অন্যান্য শাখায় কর্মরত অনেক বাঙালি রয়েছেন, কলকাতা ক্যাম্পাসটি যাদের জন্য সুখবর বয়ে আনতে পারে। এছাড়াও ক্যাম্পাসটি ওপেন হলে কাজের সুযোগ হতে পারে প্রায় ৩১০০ যুবক যুবতীর। এই প্রকল্পের পেছনে কোম্পানি মোট প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগ করেছে বলে জানা যায়।
এই পরিকল্পনাটা কিন্তু নতুন বা হঠাৎ করে নেওয়া নয়, ২০১৮ সালে ইনফোসিস (Infosys) কোম্পানির তরফ থেকে জানানো হয় যে, তারা কলকাতায় একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি খুলতে চায়। নিউটাউনে ৫০ একর জমি নিয়ে তাতে কোম্পানির মেইন ক্যাম্পাস তৈরির কাজ প্রায় শুরুও হয়ে গিয়েছিল। ২০১৯ এর মধ্যে ক্যাম্পাস তৈরির কাজ শেষ করে কোম্পানির শুভ উদ্বোধন করার পরিকল্পনা ছিল। কিন্তু কোভিডের জন্য আর নতুন করে বিনিয়োগ করা সম্ভব হয়নি কোম্পানির পক্ষে। তাই কাজটি অনেকটাই পিছিয়ে যায়। এই পরিকল্পনার শিলান্যাস করেছিলেন স্বয়ং পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন ? Infosys: রাতের ঘুম উড়তে চলেছে চীনের! টাটার পর বড় পদক্ষেপ নিল ইনফোসিস
২০২৩ সালের মার্চ মাসে রাজ্য সরকারের এক আধিকারিক জানান ইনফোসিসের (Infosys) ক্যাম্পাস তৈরির কাজ প্রায় শেষ। কোভিডের ময় ওয়ার্ক ফ্রম হোম চালু হওয়ায় নতুন করে বিনিয়োগ করার ঝুঁকি নিতে চাইছিল না কোন বড় কোম্পানি। তাই কাজ শেষ হতে একটু সময় লেগে গেছে। কিন্তু খুব শীঘ্রই ইনফোসিস তার নতুন ক্যাম্পাসে নিজেদের কাজ শুরু করবে। তবে শুধু মুখের কথা না, নতুন ক্যাম্পাস এর কাজ যে সত্যি প্রায় শেষ হতে চলেছে তার প্রমাণ দিচ্ছে সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া কিছু ছবি। ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ক্যাম্পাস তৈরির কাজ প্রায় শেষ, শেয মুহূর্তের কাজও চলছে জোর কদমে।
ইনফোসিসের (Infosys) নতুন ক্যাম্পাসের কাজ শেষ হলে বেশ কিছু যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ যেমন রয়েছে তেমনই ইনফোসিস এর অন্যান্য শাখায় কর্মরত রাজ্যের কর্মীদের নিজের রাজ্যে ফিরে আসার সম্ভাবনা ও দেখা গেছে। তবে শুধু এটুকুই নয় ইনফোসিস এর নতুন ক্যাম্পাস ওপেন হলে সেটি পশ্চিমবঙ্গের তথা রাজ্য সরকারের একটি বড় সাফল্য বলে চিহ্নিত হবে। কলকাতায় আইটি সেক্টরের ভীতও আরো মজবুত হবে বলে মনে করা হচ্ছে।