বাড়ির ছাদে সবুজ বাগান, ভিতরে জিম, অনিল কাপুরের ৪ তলা বাড়ির অন্দরমহল

Antara Nag

Updated on:

Advertisements

অনিল কাপুর মুম্বাইয়ের একটি বিলাসবহুল বাড়িতে তাঁর স্ত্রী সুনীতা ও ছেলে-মেয়েদের নিয়ে থাকেন। যদিও বিয়ের পর দুই মেয়ে সোনম ও রিয়া থাকেন অন্য জায়গায়। কিছুদিন আগে অনিল কাপুর তাঁর ভক্তদের তাঁর বাড়ির সবটা ঘুরিয়ে দেখালেন, কিন্তু কেনো দেখালেন আসুন জেনে নিই।

Advertisements

এশিয়ান পেইন্টসের ‘হোয়ার দ্যা হার্ট ইজ’ একটি নতুন শো। এই অনুষ্ঠানের একটি এপিসোডে অনিল কাপুর তার বাড়ির অন্দরমহলের সজ্জা দেখালেন দর্শকদের। সেখানে অভিনেতার জিম, ছাদ বাগান, পড়ার ঘর এই সব দেখা গেলো। সব কিছু দেখার ফাঁকে ফাঁকেই বাড়ির বিষয়ে অনিল কাপুর অনেক ছোটো ছোটো গল্প বললেন, যেগুলি তার জীবনের গল্প। তিনি বলেন, বিয়ের পর যখন সোনম জন্মান তার পর এই বাড়িটি কেনেন। সোনম যখন খুব ছোট্ট তখন থেকেই এই বাড়িতে থাকেন তিনি। এই বাড়ি তাঁর কঠোর পরিশ্রমের দ্বারা, রক্ত জল করা পয়সা দিয়ে তৈরি করেছেন। আর তাকে সঙ্গ দিয়েছেন তার স্ত্রী। তিনি এও বলেন এটার পিছনে কোনও ছল বা চাতুরি নেই, কোনও লোককে ঠকানো নেই, কোনও ভাগ্য নেই, যা আছে তা কেবল পরিশ্রম।

Advertisements

এই বাড়িটির বেশিরভাগ সাজসজ্জাই কাঠের। কাঠের সিলিং, কাঠের আসবাব পত্রও দেখা গেলো অনিল কাপুরের বাড়ির ভিতরে। বিশাল বড় আয়না, নানা দেশের পেন্টিংও ছিল সেখানে। ভিডিয়োর শুরুতে এগুলি দর্শকদের নজরে পড়বে। সবুজ রঙ অনিল কাপুর ও তার স্ত্রীর বিশেষ পছন্দ। তাই বাড়ির জানলা খুললেই শুধুই সবুজ নজরে আসবে। বাড়ির ভিতরে দেখা মেলে একটি খয়েরি লেদারের চেস্টারফিল্ড সোফা, তার সঙ্গে একটি হাইব্যাক সাদা রঙের চেয়ার। মাঝে একটি টেবিল আছে। যেটি বই, ট্রাঙ্ক ইত্যাদিতে ভরা। সব কিছুই এখানে নিখুঁত। আপতত ছেলে বায়ুকে নিয়ে এই বাড়িতেই আছেন অনিল কন্যা সোনম।

Advertisements

অনিল কাপুরের বাড়ির একদম অভ্যন্তরে রয়েছে একটি ব্যক্তিগত জিম। যেখানে রয়েছে বিভিন্ন রকমের শরীরচর্চার সরঞ্জাম এবং মেশিন। অনিল কাপুর বলেন, তিনি দিনের অনেকটা সময় এই জিমেই কাটান, আগে শুটিং বাদ দিয়ে বাকি সময় তিনি তার শরীরচর্চায় দিতেন। আর এইসকল একা হাতে দেখাশোনা করেন তার স্ত্রী।

এছাড়াও অনিল কাপুরের ছাদে একটি বাগান রয়েছে। যেটি ভরে রয়েছে সবুজ গাছপালায়। সেখানে একান্তে সময় কাটানোর জন্য বসবার ব্যবস্থাও আছে, আর সাথে রয়েছে একাধিক সেরামিকের তৈরি জিনিসপত্র। অনিল বলেন তার মতোই তাঁর স্ত্রী এবং মায়ের গাছপালার ভীষণ সখ। আর সে কথা তার ছাদ দেখলেই বোঝা যায়।

Advertisements