Central AC: একনিমেষে পুরো বাড়ি হবে এয়ার কন্ডিশনড! আজই লাগান এই যন্ত্র

Install this device today to make the whole house air conditioned: এই অসহ্য গরমে বাড়িতে এসি ছাড়া থাকার কথা ভাবাই যায় না। গরমে বাড়ি পুরো জতুগৃহে পরিণত হয়েছে, কোথাও এক মুহূর্ত শান্তি নেই। মনে হচ্ছে যেন পুরো বাড়িতেই লাগিয়ে নেওয়া উচিত এসি। কিন্তু আলাদা করে সব জায়গায় এসি বসানো কারোর পক্ষে সম্ভব হয় না, তাই লাগিয়ে নাও যেতে পারে সেন্ট্রাল এসি (Central AC)। এই যন্ত্র লাগালে আপনারা সুবিধা পাবেন অনেক বেশি, গরমও আপনার বাড়িতে ঢুকতে ভয় পাবে। কিন্তু জেনে নিতে হবে এই যন্ত্রটি লাগালে খরচ হতে পারে কত? কিভাবে লাগাবেন এটি? কিরকম ক্যাপাসিটি হতে পারে এই যন্ত্রের? এইসব ব্যাপারে আপনাকে জেনে নিতে হবে।

সাধারণত বেশিরভাগ মানুষেরই এসি লাগানো থাকে বেডরুমে। কিন্তু বাড়ির অন্য জায়গায় সেই একই গরম। রান্না করা, স্নান করা এইসব করতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা সবার। কিন্তু সব ঘরে তো আলাদা আলাদা করে এসি বসানো কখনোই সম্ভব না। মধ্যবিত্তের পক্ষে তো একটা এসি কেনা সাধ্যের বাইরে, সেখানে প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা এসি যেন অলিক কল্পনা। মাসের শেষে ইলেকট্রিক বিল দিতে গিয়ে কালঘাম ছুটে যাবে মানুষের। তাহলে উপায়টা কি? সেন্ট্রাল এসির (Central AC) মজা পেতে আজই বাড়িতে নিয়ে আসুন এই যন্ত্রটি।

সেন্ট্রাল এসি বসালে আপনার খরচ অনেকটাই কম হবে। যদি আপনি প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা বসাতে চান তাহলে খরচ অনেক বেশি হবে। একটা গাছ যেমন অনেক বেশি জায়গায় ঠান্ডা বাতাস দিতে পারে, তেমনি সেন্ট জলে সিও একটি গোটা বাড়িতে ঠান্ডা করতে সাহায্য করবে। আপনি চাইলে বাড়ির ছাদে কিংবা এটি ইন্সটল করতে পারবেন সহজেই। সেই সেন্ট্রাল এসি (Central AC) থেকেই বাড়ির বিভিন্ন অংশ সরবরাহ করা হয়। বাড়ির টেম্পারেচার সব জায়গায় সমান থাকবে। ফলে রান্নাঘরেও যেমন তাপমাত্রা থাকবে তেমন তাপমাত্রা আপনি বেডরুমে গেলে অনুভব করতে পারবেন।

খরচ সম্পর্কে অনেকেই দুশ্চিন্তাতে থাকেন। ভাববেন হয়তো সেন্ট্রাল এসির (Central AC) খরচ অনেক বেশি। সাধারণ এসির তুলনায় এর দাম হয়তো কিছুটা বেশি। কিন্তু আপনি যদি আপনার বাড়ির প্রত্যেকটি ঘরে আলাদা আলাদা করে ১.৫ টনের এসি বসান তাহলে যে পরিমাণ খরচ হবে, তার থেকে কিন্তু অনেকটাই কম হবে। গোটা বাড়ি সেন্ট্রাল এসি করতে আপনার খরচ পড়বে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা। সাধারণ এসিতে যেমন সেন্ট্রাল কিংবা উইন্ডো অথবা টনের ওপর দাম নির্ভর করে, এক্ষেত্র ঠিক সেরকমই হয়।

সেন্ট্রাল এসি সাধারণত ৫ টনের হয়, আপনি যদি সেন্ট্রাল এসি কেনেন তাহলে বাড়ির প্রয়োজনীয়তা অনুসারে ১০ থেকে ১৫ টনের এসি কিনতে পারেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল টন যত বাড়বে, দামও তত বাড়বে এবং ঠান্ডা কিন্তু বেশি অনুভব হবে। আপনারা O Gernal, LLOYD ইত্যাদি নামিদামি কোম্পানির সেন্ট্রাল এসি বাজারে বিক্রি হয়। তবে আপনি বাড়িতে যখনই সেন্ট্রাল এসি লাগাবেন তখন অবশ্যই ইলেকট্রিশনের মতামত নিয়ে নেবেন। ইলেকট্রিশিয়ান আপনাকে বলে দেবে আপনার বাড়িতে ঠিক কতটা পাইপ এবং তারের প্রয়োজন হবে। সেই অনুযায়ী আপনাকে খরচের হিসাব ইলেকট্রিশিয়ান দিয়ে দেবে।