Install Solar AC at home and forget about electric bills: চলতি বছরে যে হারে তাপমাত্রা বেড়েছে তাতে করে স্ট্যান্ড ফ্যান বা এমনি ফ্যানের নিচেও থাকা দায় হয়ে উঠছে। এসি ছাড়া দিন কাটছে না মানুষের। কিন্তু অপরদিকে আবার এসি চালালেও পকেটের কথা চিন্তা করতে হচ্ছে সাধারণ মানুষকে। অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে বিদ্যুৎ বিল। আর সেই বিদ্যুৎ বিলের কথা মাথায় রেখেই বাজারে এসেছে এক নতুন ধরনের এসি (Solar Air Conditioner)। যে এসি দিনভর চালিয়ে রাখলেও খরচ হবে না একফোঁটা বিদ্যুৎ। সময় নষ্ট না করে সেই নতুন এসি সম্পর্কে জেনে নেওয়া যাক।
বিদ্যুতের বিল থেকে পরিত্রাণ পেতে বাড়িতে আনুন সোলার এসি (Solar Air Conditioner)। যা সাধারণ এসির খরচ বাঁচাবে। তবে কিনতে গেলে খরচ করতে হবে একটু বেশি পরিমাণ টাকা। তবে বাড়িতে ইন্সটল করলে বিদ্যুতের পিছনে খরচ হবে না একটা টাকাও। উপরন্ত মেশিন চলবে তরতর করে। দ্রুত শীতল হবে ঘর। কিভাবে কাজ করবে এই মেশিন?
সাধারণ এসি বিদ্যুতে চললেও এই সোলার এসি চলবে সোনার প্যানেলের মাধ্যমে। অর্থাৎ সূর্য থেকে উৎপন্ন তাপ শক্তির মাধ্যমে কাজ করবে এই এসি। যার ফলে বিদ্যুৎ বিল খরচ হওয়ার কোনো প্রসঙ্গই থাকবে না। তাহলে প্রশ্ন উঠতে পারে সূর্য তো দিনের বেলা ওঠে তাহলে রাতের বেলা কি হবে? তবে এক্ষেত্রেও এই এসিতে রয়েছে বিকল্প উপায়। তিনটি উপায়ে কার্যকরী হবে এই এসি। সে তিন উপায় হল সোলার পাওয়ার, সোলার ব্যাটারি ব্যাঙ্ক এবং ইলেকট্রিসিটি গ্রিড। সোলার প্যানেলের মাধ্যমে দিনের বেলা এসি চালালেও রাতে ব্যাটারি স্টোরেজ ইউনিটের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যেতে পারে।
আরও পড়ুন ? Electric Bill Reduce: ইলেকট্রিক খরচ দামি হলেও মিলবে ছাড়! শুধু মেনে চলতে হবে এইসব পদ্ধতি
এই সোলার এসিতে যে বৈশিষ্ট্যগুলি পাওয়া যাবে তা হল ড্রাই মোড, স্লিপ মোড, অটো ক্লিন, টার্বো কুল মোড, অটো স্টার্ট মোড, স্পিড সেটিং, লাভার স্টেপে অ্যাডজাস্ট, রিমোটে গ্লো বোতাম, অন অফ টাইমার প্রভৃতি। এছাড়াও সাধারণ এসির তুলনায় এই এসির কার্বণ উৎপন্ন ক্ষমতাও কম। ফলে সাধারণ নিজের কম্প্রেসার বেশি বিদ্যুৎ বিল খরচ করলেও সোলার এসিতে প্রদান করা কম্প্রেসার ঘর যেমন দ্রুত ঠান্ডা করে তেমন বিদ্যুৎ খরচও কমিয়ে দেয়।
কীভাবে কার্যকরী হবে? এই এসি (Solar Air Conditioner) ব্যবহারের জন্য বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপন করতে হবে। যার মাধ্যমে ফটোভল্টাই সিস্টেমগুলি সৌর প্যানেলে সূর্যের শক্তির সংগ্রহ করে সেই সিস্টেমের মাধ্যমে বিকল্প কারেন্টে রুপান্তরিত হয়ে এসিতে শক্তি উৎপন্ন হয়ে ঘর ঠান্ডা করবে। বিদ্যুৎ বিলের খরচ কম করলেও এই এসির দাম সাধারণ এসির তুলনায় অনেকটাই বেশি। যা বেশ কিছু ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে। চাইলে কিনে নিতে পারেন।