Mayur Pahar: দোলে শান্তিনিকেতন না হলেও চিন্তা নেই! মন ভোলাতে ঘুরে আসুন পুরুলিয়ার এই সব জায়গা

Instead of going to Shantiniketan, visit from Mayur Pahar in Purulia: ফাল্গুন মাস শুরু হওয়া মানেই প্রকৃতি নিজেকে রাঙিয়ে নেয় নানা রংয়ের মেলায়। এই সময় যে উৎসবের আনন্দে বাঙালি মাতোয়ারা হয়ে ওঠে তাহলে দোল উৎসব। দোল বা হোলিকে কেন্দ্র করে শুধু বাঙালিরাই নয় সারা ভারতের বিভিন্ন প্রান্তের মানুষরাই মেতে ওঠেন উৎসবের আমেজে। অনেক মানুষই দোলের সময় পাড়ি দেন রবি ঠাকুরের প্রিয় স্থান শান্তিনিকেতনে। দোলের সময় শান্তিনিকেতন যেন পলাশ ফুলের রঙে নতুন করে সেজে ওঠে। তবে দোলের সময় প্রাকৃতিক সৌন্দর্যে পর্যটকদের মুগ্ধ করে তুলতে পুরুলিয়া জেলাও কিন্তু কম যায় না।

লাল মাটির জেলা এই পুরুলিয়া। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই জেলার রূপ ও যেন পরিবর্তিত হয়। দোলের সময় পুরুলিয়াও কিন্তু সেজে ওঠে বসন্তের রঙে। শীতের আমেজ বিদায় নেওয়ার সাথে সাথেই পুরুলিয়া যেন মেতে ওঠে পলাশের মরশুমে। এই পুরুলিয়া জেলারই একটি বিশেষ দর্শনীয় স্থান হল ময়ূর পাহাড় (Mayur Pahar)। জানা যায় এক সময় এই স্থানে অনেক ময়ূর দেখা যেত। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে বসন্তের রঙে পর্যটকদের মন ভোলাতে ময়ূর পাহাড়ও প্রস্তুত হয়ে যায়।

ময়ূর পাহাড়ে (Mayur Pahar) উঠতে গেলে পেরোতে হয় কিছুটা পাথুরে পথ। এখানে ছোট ছোট ধাপে সিঁড়ি তৈরি করা আছে। সেই ধাপ পেরিয়ে পৌঁছে যাওয়া যাবে পাহাড়ের উপরে। ময়ূর পাহাড়ের উপরে আবার বসানো আছে একটি ওয়াচ টাওয়ার। এই স্থান থেকে সমগ্র পাহাড়ি অঞ্চলটিকে অসাধারণ সুন্দর দেখতে লাগে। পাহাড়ের উপরে রয়েছে একটি মন্দিরও। ময়ূর পাহাড়ের উপর থেকে আবার অযোধ্যা পাহাড়ের বিভিন্ন অংশ দেখতে পাওয়া যায়।

আরও পড়ুন 👉 Marble Lake: ঘুরে আসুন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, রয়েছে হাতের কাছে পুরুলিয়াতেই

শীতের মরশুমে পর্যটকরা যেমন অযোধ্যা পাহাড়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য ভিড় জমান, ঠিক তেমনি বসন্ত কালও পর্যটকদের আগমনের জন্য একেবারে আদর্শ সময়। পলাশ ফুলের সৌন্দর্য ফুটে ওঠার সময় এখনো পুরোপুরি আসেনি, তার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। তবে এর মধ্যেই অযোধ্যা পাহাড় ও ময়ূর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে ছুটে যাচ্ছেন পর্যটকরা।

ময়ূর পাহাড়ে (Mayur Pahar) বেড়াতে আসা পর্যটকরা আবার এই পাহাড় থেকে অযোধ্যা পাহাড়ের ভিউ দেখে মুগ্ধ হন। তারা নিজেরাই জানান অযোধ্যা পাহাড়ের সম্পূর্ণ ভিউ তারা পেয়েছেন। ময়ূর পাহাড় থেকে অযোধ্যার অংশ গুলিকে নাকি অত্যন্ত সুন্দর দেখায়। আপনিও যদি এই সুন্দর স্থানে বসন্তকে উপভোগ করতে চান তবে একবার ঘুরে আসতেই পারেন ময়ূর পাহাড় থেকে।