Govt Guest House: OYO হোটেলে থাকার ঝঞ্ঝাটের দিন শেষ! এবার সল্টলেকে থাকুন এই সরকারি গেস্ট হাউসে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Instead of staying at OYO Hotel, remain at this Govt Guest House: কলকাতার বাইরে থেকে বহু লোককে বিভিন্ন কাজের জন্য কলকাতায় আসতে হয়। কেউ আসেন পরীক্ষা দিতে, কেউ আসেন অফিসের কাজে, আবার কেউ আসে শুধুমাত্র কলকাতা ঘুরে দেখতে। কলকাতায় তো চলে আসলেন কিন্তু থাকবেন কোথায়? কলকাতার মধ্যেই একাধিক সরকারি গেস্ট হাউজ রয়েছে যেখানে আপনি নিশ্চিন্তে ১ টি বা ২ টি রাত কাটিয়ে যেতে পারবেন। সেখানে পেয়ে যাবেন খাওয়া-দাওয়ার সুব্যবস্থাও। মোটকথা কলকাতায় এসে দুশ্চিন্তায় পড়তে হবে না কাউকেই। এমন ২ টি সরকারি গেস্ট হাউসের (Govt Guest House) খোঁজ রইল আজকের প্রতিবেদনে।

Advertisements

সরকার দ্বারা পরিচালিত ডাকবাংলো জাতীয় আবাসিক ব্যবস্থাকেই বলা হয় সরকারি গেস্ট হাউস। মূলত সরকারি উচ্চপদস্থ কর্মীদের থাকার জন্য ব্যবহার করা হয় এই গেস্ট হাউসগুলিকে। এখানে তাদের জন্য সবরকম সুযোগ-সুবিধার ব্যবস্থা করা থাকে। কিন্তু শুধুমাত্র সরকারি কর্মী নয়, চাইলে আপনিও থাকতে পারেন এই গেস্ট হাউসে। বিশেষ ক্ষেত্রে সরকারি উচ্চপদস্থ কর্মীদের জন্য এই গেস্ট হাউসের ঘরগুলি বুকিং করা থাকলেও, সাধারণের জন্যও সুযোগ থাকে গেস্ট হাউজের রুম বুকিং এর। সরকারি গেস্ট হাউস খোঁজার জন্য বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। কলকাতার সল্টলেকেই পেয়ে যাবেন ২ টি সরকারি গেস্ট হাউস (Govt Guest House)। গেস্ট হাউসগুলি হল উদয়াচল ট্যুরিজম প্রপার্টি এবং নলবন ফুড পার্ক।

Advertisements
উদয়াচল ট্যুরিজম প্রপার্টি

পর্যটন দপ্তরের পক্ষ থেকে এই গেস্ট হাউসটি বানানো হয়েছে, বাইরে থেকে কলকাতায় আসা পর্যটকদের জন্য। সল্টলেক, সেক্টর ২, ডিজি ব্লকে তৈরি করা হয়েছে এই গেস্ট হাউসটি। এখানে থাকার ভাড়াটা একটু বেশি প্রতিদিন মাথাপিছু ১৯০০ টাকা করে ভাড়া নেওয়া হয় এখানকার ঘরগুলির জন্য। কিন্তু শুধু থাকার খরচা নয়, এর মধ্যে যুক্ত রয়েছে খাওয়ার খরচাও। আপনি চাইলে ফোন করে বা ইমেইল করে যে কোন পদ্ধতিতে বুকিং করতে পারেন। এই গেস্ট হাউসে বুকিং করার ফোন নম্বর এবং ইমেইল আইডি ২ টোই সংস্থার অফিসিয়াল গুগল অ্যাকাউন্টে দেওয়া রয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Radisson Hotel: কপাল খুলছে বাংলার, Radisson হোটেল খুলছে এই শহরে, বাড়বে কাজের সুযোগ

নলবন ফুড পার্ক

পশ্চিমবঙ্গের মৎস্য দপ্তরের তরফ থেকে তৈরি করা হয়েছে নলবন ফুড পার্ক গেস্ট হাউসটি। এটি গড়ে উঠেছে সল্টলেক সেক্টর ৪ এ। এখানেও রাত্রিবাস করার সুব্যবস্থা রয়েছে। এখানে ১ রাতের জন্য থাকার খরচ পড়বে ২৫০০ টাকা। এখানেও থাকার খরচের পাশাপাশি যুক্ত রয়েছে খাওয়া খরচও। গেস্ট হাউসটা কিন্তু বেশ উন্নত। এখানে এসি ও নন এসি ২ ধরনের রুমই পাওয়া যায়। এছাড়া রয়েছে শিশু উদ্যান, ফ্রি পার্কিং জোন, রুমগুলিতে আছে ডবল বেড এবং সিঙ্গেল বেডের সুব্যবস্থা, ব্যবসায়িক আলোচনার জন্য রয়েছে কনফারেন্স রুমও।

সরকারি গেস্ট হাউসে (Govt Guest House) থাকার বেশ কিছু সুবিধা রয়েছে—
  1. কলকাতায় সরকারি গেস্ট হাউস ছাড়াও অন্যান্য অনেক হোটেল রয়েছে। কিন্তু নিরাপত্তার দিক থেকে সব থেকে বেশি সুরক্ষিত সরকারি গেস্ট হাউসগুলি। তাই যারা কলকাতার বাইরে থেকে এসে এখানে ১-২ রাত কাটাতে চাইছেন, তাদের জন্য এই সরকারি গেস্ট হাউসগুলো সব চেয়ে নিরাপদ।
  2. রয়েছে খাবার ব্যবস্থা। তাই বাইরে গিয়ে খাবার খোঁজার আর কোন ঝামেলা থাকবে না।
  3. রয়েছে অনলাইন বুকিং এর সুবিধা। অর্থাৎ কলকাতায় এসে ঘর খোঁজার কোন প্রয়োজন নেই। আপনি চাইলে নিজের এলাকা থেকে অনলাইন সার্চ করে জেনে নিতে পারেন গেস্ট হাউসগুলি সম্পর্কে। এবং অনলাইনে আগে থেকে ঘর বুকিং করে সোজা চলে আসতে পারেন গেস্ট হাউসে।
  4. আপনি চাইলে বুকিং করার আগে গেস্ট হাউস সম্পর্কিত যাবতীয় তথ্য জেনে নিতে পারেন। সংস্থার পক্ষ থেকে আপনাকে সমস্ত তথ্য প্রদান করে সহযোগিতা করা হবে।
Advertisements