নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ চার দশক পর ভারত-চীন সীমান্তে ভারতের এত সংখ্যক সৈনিককে প্রাণ হারাতে হলো গত সোমবারের ঘটনায়। আর এই ঘটনার পিছনে রয়েছে চীনের রণকৌশলগত ও বাণিজ্যিক আধিপত্য স্থাপনের আকাঙ্ক্ষা। গত সোমবার রাতে লাদাখের গলওয়ান উপত্যকায় চীন যে ঘটনা ঘটিয়েছে তার মূলে রয়েছে চীনের নিজেদের সুবিধাজনক অবস্থান তৈরি করা। তবে চীন যতটা সহজ ভেবেছিল ততটা হয়নি, বরং ভারতের প্রত্যাঘাতে কিছুটা হলেও ব্যাকফুটে তারা।
সোমবারের রাতের ঘটনায় ভারতের ২০ জন সেনা জওয়ান নিজেদের প্রাণ হারিয়ে অমরত্ব লাভ করেছেন। আর এই ২০ জনের তালিকা ভারত সরকার সরকারিভাবে ঘোষণা করেছে। তবে চীন সরকার প্রথম থেকেই সবকিছু চেপে যাওয়ার ধান্দাতে ছিল, কিন্তু তা হয়নি। দেরিতে হলেও চীন সরকার তাদের মৃত সৈনিকদের তালিকা প্রকাশ করে। যেটুকু খবর মিলেছে তাতে জানা গিয়েছে চীনের দুইজন মেজর, দুইজন ক্যাপ্টেন, চারজন লেফটেন্যান্ট কর্নেল ও তিরিশের বেশি সৈন্য এই ঘটনায় প্রাণ হারিয়েছেন। আর এমন ঘটনা প্রমাণ করছে চীন এক নতুন ভারতের মুখোমুখি হয়েছে।
এমন পরিস্থিতিতে যখন ভারত ও চীনের সম্পর্ক তলানিতে ঠেকেছে তখন ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি ৫৩টি এমন মোবাইল অ্যাপের তালিকা দিল যেগুলি চীনের সাথে সম্পর্কিত। তারা জানিয়েছে, এই অ্যাপগুলি একেবারেই নিরাপদ নয়। মনে করা হচ্ছে এই অ্যাপগুলি ভারতীয়দের ব্যক্তিগত তথ্য বাইরের দেশে সরবরাহ করতে পারে বলে।
ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি দ্বারা দেওয়া এই সকল অ্যাপগুলির মধ্যে বেশ কয়েকটি অ্যাপ রয়েছে যেগুলির বিপুল জনপ্রিয়তা রয়েছে ভারতে। দেশের কোটি কোটি মানুষ এই সকল অ্যাপগুলিকে ব্যবহার করে। তালিকায় নাম রয়েছে বিপুল জনপ্রিয়তা পাওয়া বিনোদনের জন্য ভিডিও আপলোড অ্যাপ TikTok, এছাড়াও রয়েছে UC Browser এর মত জনপ্রিয় কিছু অ্যাপ।
ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি দ্বারা প্রেরিত ৫৩টি অ্যাপের তালিকা
1.TikTok, 2.Vault-Hide, 3.Vigo Video, 4.Bigo Live, 5.Weibo 6.WeChat, 7.SHAREit, 8.UC News, 9.UC Browser, 10.BeautyPlus, 11.Xender, 12.ClubFactory, 13.Helo, 14.LIKE, 15.Kwai, 16.ROMWE, 17.SHEIN, 18.NewsDog, 19.Photo Wonder, 20.APUS Browser, 21.VivaVideo- QU Video Inc, 22.Perfect Corp, 23.CM Browser,
24.Virus Cleaner (Hi Security Lab), 25.Mi Community, 26.DU recorder, 27.YouCam Makeup, 28.Mi Store, 29.360 Security, 30.DU Battery Saver, 31.DU Browser, 32.DU Cleaner, 33.DU Privacy,
34.Clean Master – Cheetah, 35.CacheClear , 36.DU apps studio,
37.Baidu Translate, 38.Baidu Map 39.Wonder Camera, 40.ES File Explorer, 41.QQ International
42.QQ Launcher, 43.QQ Security Centre, 44.QQ Player, 45.QQ Music
46.QQ Mail, 47.QQ NewsFeed, 48.WeSync, 49.SelfieCity, 50.Clash of Kings 51.Mail Master, 52.Mi Video call-Xiaomi, 53.Parallel Space
এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রক জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সি-কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম অফ ইন্ডিয়া বিপুল জনপ্রিয়তা লাভ করা ভিডিও কনফারেন্সিং অ্যাপ Zoom ব্যবহার করা থেকে সকলকে বিরত থাকার কথা বলা হয়েছিল।
প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরে ভারত ও চীন সীমান্তে ভারতের সাথে চীনের মনোমালিন্য শুরু হওয়ার পর থেকেই লাদাখের বিখ্যাত গবেষক সোনম ওয়াংচুক প্রথম থেকেই দাবি তুলে আসছেন চীনা পণ্য বর্জনের জন্য। তাঁর দাবি, চীনের এমন আগ্রাসীনীতিকে ঠেকাতে হলে আমাদের ভারতীয়দেরই চীনা পণ্য ব্যবহার বয়কট করে আর্থিকভাবে শিক্ষা দিতে হবে। আর এই গবেষকের আবেদনে সাড়া দিয়ে বলিউডের একের পর এক তারকা চীনা অ্যাপ TikTok এবং অন্যান্য দ্রব্য ব্যবহারে বিরত হতে শুরু করেন। পাশাপাশি সোমবারের ঘটনায় ইতিমধ্যেই শিলিগুড়ি হংকং মার্কেটের নাম পরিবর্তন করে চীনা পণ্য বয়কটের ডাক উঠেছে।