PNB গ্রাহকদের জন্য খারাপ খবর, কমছে সেভিংসের সুদের হার

নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি ব্যাঙ্ক হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা PNB। সম্প্রতি এই ব্যাঙ্কের সাথে সংযুক্ত হয়েছে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক। যে কারণে এই ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি গুরুত্ব বেড়েছে অনেকটাই। তবে এবার এই ব্যাঙ্কের গ্রাহকদের জন্য একটি খারাপ খবর এসেছে। তাদের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার অনেকটাই কমানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক।

জানা যাচ্ছে আগামী ১ সেপ্টেম্বর থেকে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে সুদের হার অনেকটাই কমে যাচ্ছে। ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এখন থেকে গ্রাহকরা তাদের সেভিংস অ্যাকাউন্টে সঞ্চিত অর্থের উপর ২.৯০ শতাংশ সুদ পাবেন। আগে যেখানে এই ক্ষেত্রে সুদ দেওয়া হতো ৩ শতাংশ। ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে নতুন এই সুদের হার নতুন এবং পুরাতন সমস্ত গ্রাহকদের ক্ষেত্রে লাগু হবে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হলো দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সেই মোতাবেক তাদের এমন সিদ্ধান্তের ফলে দেশের কোটি কোটি গ্রাহকদের কাছে এই খবর সত্যিই দুঃখজনক। তবে শুধু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এমন সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিলো এমনটা নয়। এর আগেও দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে সুদের হার অনেকটাই কমিয়ে দিয়েছে। তাদের বর্তমান সুদের হার ২.৭০ শতাংশ।

প্রসঙ্গত, রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলি প্রতিনিয়ত সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের ক্ষেত্রে সুদের হার কমলেও দেশের একাধিক কর্পোরেট ব্যাঙ্ক রয়েছে যারা এখনো পর্যন্ত তাদের গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে বিপুল পরিমাণে দিচ্ছে। ঐসকল কর্পোরেট ব্যাঙ্কগুলির সুদের হার চার থেকে ছয় শতাংশ বা তার বেশি রয়েছে।