নিজস্ব প্রতিবেদন : মুদ্রাস্ফীতি ঠেকাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে রেপো রেট বৃদ্ধি করার পর বিভিন্ন ব্যাঙ্কিং ক্ষেত্রে বদলে গিয়েছে সুদের হার। ফিক্সড ডিপোজিট এবং ঋণ, দুই ক্ষেত্রেই পেরেছে সুদ। এই পরিবর্তনের পর দেশের ৬টি ব্যাঙ্ক এই মুহূর্তে ফিক্সড ডিপোজিটের উপর দিচ্ছে আকর্ষণীয় সুদ।
১) ফিক্সড ডিপোজিটের সুদের হার ০.০৫ শতাংশ বৃদ্ধি করার ঘোষণা করেছে কোটাক মহিন্দ্রা। এই ব্যাঙ্কের তরফে ৩৯০ থেকে তিন বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে এখন ৫.৮৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৯ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। বর্তমানে এই ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সাধারণ আমানতকারীর জন্য ২.৫ শতাংশ থেকে ৫.৯ শতাংশ পর্যন্ত এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩ শতাংশ থেকে ৬.৪ শতাংশ হারে সুদ দিচ্ছে।
২) অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকে দিন কয়েক আগেই স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই কোটি টাকার নিচে স্থায়ী আমানতের ক্ষেত্রে তাদের সুদের হার এখন ৫.৬০% থেকে বাড়িয়ে ৬.০৫% করা হয়েছে।
৩) কানাড়া ব্যাঙ্ক দু’কোটি টাকার নিচে স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে অন্য আর পাঁচটা ব্যাংকের মতোই। এখন এই ব্যাঙ্কের স্থায়ী আমানতে সুদের হার ৭ দিন থেকে ১০ বছরের আমানতে ২.৯০% থেকে ৫.৭৫%।
৪) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দু’কোটি টাকার কমে স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে। এই ব্যাঙ্কের সাধারণ গ্রাহকরা সর্বোচ্চ ৫.৬৫% সুদের হার পাবেন ফিক্সড ডিপোজিটে। সিনিয়র সিটিজেনরা সর্বোচ্চ ৬.৪৫% সুদ পাবেন।
৫) ব্যাঙ্ক অফ বরোদা খুচরো আমানতের উপর ৬% পর্যন্ত সুদের হারে ‘বরোদা তিরাঙ্গা আমানত স্কিম’ চালু করা হয়েছে। এই স্কিমটি ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে৷
৬) ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার ১.৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। বিভিন্ন মেয়াদের ক্ষেত্রে সুদের হার ০.৩% থেকে ১.৫% পর্যন্ত বাড়ানো হয়েছে। এই ব্যাঙ্কটি ৭৫ সপ্তাহ এবং ৭৫ মাসের মেয়াদের স্থায়ী আমানতের জন্য বার্ষিক সর্বোচ্চ ৭.৫ শতাংশ সুদের হার নির্ধারণ করেছে।