The interior decoration of Mukesh Ambani’s house in London will turn heads: সবাই জানি যে বিশ্বের সবথেকে দামি ও বিলাসবহুল প্রাসাদ হলো লন্ডনের বাকিংহাম প্যালেস। যদি দামের দিক থেকে বিচার করা যায় তাহলে ঠিক পরেই স্থান পেয়েছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) মুম্বাইয়ের বিলাসবহুল বাড়িটি, যার নাম অ্যান্টিলিয়া। বাড়িতে তিনি থাকেন তার স্ত্রী নিতা আম্বানি, তাদের তিন সন্তান, পুত্রবধু এবং নাতি-নাতনিদের নিয়ে। তবে মুম্বাইয়ের বাড়িতে বাদেও মুকেশ আম্বানির আরেকটি প্রাসাদ সমান বাড়ি রয়েছে, সেটি কোথায় জানেন?
এই ধনকুবের দম্পতির আরেকটি বিলাসবহুল বাড়ি রয়েছে লন্ডনে। মুকেশ আম্বানি (Mukesh Ambani) বেশ কয়েক বছর আগেই লন্ডনে এই বাড়িটি কিনেছেন যা ৩০০ একর জমি নিয়ে বিস্তৃত। আম্বানি পরিবার দাবি করেছেন যে, বিশ্বের দরবারে ভারতের বিখ্যাত আতিথিয়তাকে শিল্পের পর্যায়ে তুলে ধরতে সাহায্য করবে লন্ডনের এই স্টোকস পার্ক এস্টেট (Stoke Park Estate)। বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব থাকার ফলে বাড়িতে দামও খুব বেশি।
১৯৮৮ সালে মুকেশ আম্বানি (Mukesh Ambani) এই বাড়িটি কেনেন। আসলে লন্ডনের এই প্রাসাদ সমান বাড়িটি ছিল একটি রাজ পরিবারের তিন ভাই এর, চেষ্টার, হার্ডফোর্ড এবং উইটনি। যারা মুকেশ আম্বানিকে বাড়িটি বিক্রি করে দেন। স্টোকস পার্কের কাছে অবস্থিত এই প্রাসাদ লন্ডন শহর থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত, বাড়িটি সত্যি দেখার মত। বাড়ির মধ্যে আছে ৪৯ টি ঘর এবং একটি পাঁচ তারা হোটেল।
আপনি যদি এই বিলাসবহুল রাজপ্রাসাদের অন্দরসজ্জা দেখেন আপনার চোখ ধাঁধিয়ে যাবে। মুকেশ আম্বানি (Mukesh Ambani) যখন এই বাড়িটি কেনেন এর সংলগ্ন জমিতে মিনি হাসপাতালও তৈরি করে নেন। প্রাসাদটির চারিদিকে আছে সবুজে ভরা তৃণভূমি, একটি হ্রদ এবং হ্রদের উপর সেতু। দুটি জনপ্রিয় হলিউড সিনেমার শুটিং পর্যন্ত হয়েছে এই প্রাসাদে। যেমন, জেমস বন্ড সিরিজের টুমরো নেভার ডাইস এবং গোল্ড ফিঙ্গার।
আম্বানির এই প্রাসাদ সমান সম্পত্তি, স্টোকস পার্ক এস্টেট আসলে লন্ডনের বিখ্যাত রাজ পরিবারের সম্পত্তি ছিল। এটি ১৯০৮ সাল থেকে লন্ডনের ইন্টারন্যাশনাল গ্রুপের মালিকানাধীন ছিল। এই রাজপ্রাসাদকে সেই বছর থেকেই কান্ট্রি ক্লাব হিসেবে ঘোষণা করা হয়। প্রায় ৯০০ বছরের প্রাচীন এই রাজপ্রাসাদে ছড়িয়ে আছে ইতিহাসের বহু নিদর্শন। এর ঐতিহাসিক মূল্য অপরিসীম।