প্রশ্নপত্র ফাঁস রুখতে উচ্চমাধ্যমিকে বন্ধ ইন্টারনেট, ব্যবহার হবে মেটাল ডিটেক্টর

নিজস্ব প্রতিবেদন : আগামীকাল অর্থাৎ ১২ ই মার্চ থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার মতো এবছরও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে একের পর এক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে সংসদের তরফ থেকে। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীদের সংখ্যা কম। আর এবছর ছাত্র পরীক্ষার্থীদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৭২০০০ বেশি।

উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে মাধ্যমিক পরীক্ষার মতো জানিয়ে দেওয়া হয়, হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁস রুখতে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলির জন্য সংসদ সিদ্ধান্ত নিয়েছে মেটাল ডিটেক্টর ব্যবহার করার। রাজ্যের প্রায় ৩০০ টি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর ব্যবহার হবে বলে জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। পাশাপাশি ইন্টারনেট বন্ধ রাখার জন্য রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে আবেদন জানানো হয়েছে বলেও জানান মহুয়া দাস।

এমনকি সংসদ সভাপতি মহুয়া দাস স্পষ্ট ভাবে জানিয়েছেন, “প্রতিটি পরীক্ষা ঘরে শিক্ষকরা নজরদারির দায়িত্ব পালন করবেন। কোন পরীক্ষা কেন্দ্রে যদি টোকটুকির মতো ঘটনা আটকাতে ব্যর্থ হন বা সদর্থক ভূমিকা না নেওয়া হয় তাহলে ওই স্কুলের অনুমোদন বাতিল করা হবে।”

মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তরদিনাজপুর, উত্তর ২৪ পরগনার মত জেলাগুলির স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলির ক্ষেত্রে মেটাল ডিটেক্টর ব্যবহারের মত পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে কোন কোন জায়গায় ইন্টারনেট বন্ধ থাকবে এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে পরীক্ষা কেন্দ্রগুলিকেও সতর্ক করা হয়েছে বলেও খবর।

সংসদের তরফে এবছর একটি নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটি পরীক্ষা ঘরে প্রধান ইনভিজিলেটর, স্পেশাল মোবাইল অবজারভার ও একজন নজরদারি চালানোর শিক্ষক সহ তিনজন নজরদারির দায়িত্বে থাকবেন। সংসদের তরফ থেকে জানানো হয়েছে পরীক্ষা গৃহে কোনরকম মোবাইল নেই তা নিশ্চিত করার পর প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে।

এই সকল নানান পদক্ষেপ গ্রহণের পাশাপাশি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে পরীক্ষার্থীদের সাহায্যের জন্য ০৩৩ ২৩৩৭৪৯৮৪, ০৩৩ ২৩৩৭৪৯৮৫, ০৩৩ ২৩৩৭৪৯৮৬, ০৩৩ ২৩৩৭৪৯৮৭, ৯৪৩৩০৯৪০২১, ৯৮৫১৯০৫৫২৯ নম্বরের হেলপ্লাইনগুলিও খোলা হয়েছে।