AC Helmet: চাঁদি ফাটা রোদে কষ্ট নয়, এবার আরাম দেবে এসি হেলমেট

New addition for traffic cops to stay out of the sun: রোদ, ধুলোবালি, ধোঁয়া, এবং হেডলাইট থেকে রক্ষা করার জন্য ট্রাফিক পুলিশরা প্রতিদিন দীর্ঘক্ষণ ধরে হেলমেট পরে থাকেন। বিশেষ করে গ্রীষ্মকালে, প্রচণ্ড গরমে হেলমেট পরে ট্রাফিক পুলিশদের কাজ করা খুবই কষ্টকর। এই কষ্ট কিছুটা লাঘব করতে এবার ভারতে পরীক্ষামূলকভাবে ‘এসি হেলমেট’ (AC Helmet) চালু করা হয়েছে।

এই হেলমেটটিতে (AC Helmet) একটি ছোট্ট কম্প্রেসার থাকে যা পরিবেশ থেকে বাতাস টেনে নেয় এবং তা ঠান্ডা করে হেলমেটের ভিতরে সরবরাহ করে। এর ফলে হেলমেটের ভিতরে তাপমাত্রা বাইরের তাপমাত্রার চেয়ে প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস কম থাকে। ফলে ট্রাফিক পুলিশরা চাঁদি ফাটা রোদেও আরাম করে তাদের কাজ করতে পারবেন।

এই হেলমেটটি (AC Helmet) তৈরি করেছে ভারতের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান, করম সেফটি প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অজয় কুমার বলেন, এই হেলমেটটি ট্রাফিক পুলিশদের জন্য একটি বিপ্লবী উদ্ভাবন। এটি তাদের কাজের পরিবেশকে আরও স্বাস্থ্যকর এবং আরামদায়ক করে তুলবে।

এই হেলমেটটিতে (AC Helmet) একটি রিচার্জেবল ব্যাটারি রয়েছে যা একবার চার্জ দিলে ৮ ঘন্টা পর্যন্ত কাজ করে। এটি ওজনে খুব বেশি ভারী নয়, মাত্র ৫০০ গ্রাম। হেলমেটের সামনে একটি সনি আইসিও ফ্ল্যাশলাইট রয়েছে যা রাতে ট্রাফিক পুলিশদের কাজ করতে সাহায্য করবে। এই হেলমেটটি প্রথমে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। সেখানে ছয়জন ট্রাফিক কনস্টেবলকে এই হেলমেট ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।

তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার পর এই হেলমেটটি অন্যান্য রাজ্যেও চালু করার পরিকল্পনা রয়েছে। ট্রাফিক পুলিশদের জন্য এই হেলমেট একটি বড় সুবিধা। এটি তাদের কাজের পরিবেশকে আরও স্বাস্থ্যকর এবং আরামদায়ক করে তুলবে। ফলে তারা আরও ভালোভাবে তাদের কাজ করতে পারবেন এবং দুর্ঘটনা প্রতিরোধে ভূমিকা রাখতে পারবেন।