Solar Panel: টেকনোলজির দেশ জাপান এবার তাক লাগাবে গোটা পৃথিবীকে, এই শক্তিই হলো আসল চমক

Prosun Kanti Das

Published on:

Advertisements

Solar Panel : জাপান হল টেকনোলজির দেশ, প্রযুক্তি কতটা এগিয়েছে একমাত্র এই দেশে গেলেই তা বোঝা যায়। সম্প্রতি জাপান তৈরি করে ফেলেছে এমন একটি নতুন প্রযুক্তি যা অবাক করে দিচ্ছে গোটা পৃথিবীকে। এমন একটি নতুন প্রযুক্তি যা সোলার প্যানেলকে এক নতুন স্তরে নিয়ে গেছে। জানেন কি এই সোলার প্যানেলের সূর্যের আলো শোষণ করার বীভৎস ক্ষমতা রয়েছে। সাধারণ মানুষ যা কল্পনাও করতে পারবে না সেই কাজ করে দেবে এই সোলার প্যানেল। আগে যে সমস্ত সোলার প্যানেল ব্যবহার করা হয়েছিল তার থেকে অনেক বেশি কার্যকরী এবং শক্তি উৎপাদন করতে পারে এই সোলার প্যানেল।

Advertisements

নতুন ধরনের এই সোলার প্যানেল (Solar Panel) তৈরি করেছে জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের দীর্ঘদিনের সফলতা লাভ করেছে এর মাধ্যমে। সূর্যের আলোকে অনেক বেশি গ্রহণ করে এবং সেগুলি শক্তিতে পরিণত করতে সক্ষম। প্রতিটি সোলার প্যানেল এই প্রযুক্তির সাহায্যে আরও কমস্থানে বেশি শক্তি উৎপাদন করতে পারবে। নতুন আবিষ্কৃত হওয়া সোলার প্যানেলটি সূর্যের আলোকে শোষণ করার জন্য অত্যাধুনিক উপকরণ এবং কাঠামো ব্যবহার করেছে। এরফলে শক্তির ক্ষয় অনেক কম হবে।

Advertisements

ভবিষ্যতে চাহিদা মিটানোর জন্য এবং শক্তিকে সঞ্চয় করার জন্য জাপানের এটি একটি যুগান্তকারী আবিষ্কার। জাপানের এই পদক্ষেপটি প্রশংসিত হচ্ছে গোটা বিশ্বে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী শক্তির উৎপাদন নিশ্চিত করতে পারে। এছাড়া এর (Solar Panel) মাধ্যমে পৃথিবী হয়ে উঠবে আরও বেশি সবুজ এবং শক্তিশালী। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এটি জাপানের একটি উদ্ভাবন। বিশ্বজুড়ে যদি সোলার শক্তির ব্যবহার বাড়ানো যায় তাহলে পরিবেশের পক্ষে অত্যন্ত ভালো হবে। পৃথিবীতে টেকসই হবে আরও বেশি। পৃথিবীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং তার এনার্জি বৃদ্ধি করতে এটি একটি যুগান্তকারী আবিষ্কার।

Advertisements

আরো পড়ুন: BSNL

BSNL: সেট-টপ বক্স ছাড়া কিভাবে দেখবেন একাধিক চ্যানেল, DTH-এ সকলকে টেক্কা দিতে এগিয়ে আসছে BSNL

কেমন দেখতে হয় এই নতুন সোলার প্যানেলগুলো(Solar Panel)? দেখতে হয়তো খুব ছোট কিন্তু এর ক্ষমতা সম্পর্কে ধারণা নেই কারোর। এগুলিকে সূর্যের আলোয় ফেলে দিলে সেখান থেকে বিদ্যুতের উৎপাদন শুরু হয়ে যাবে। ভাবছেন এখানেই এর কর্মক্ষমতা শেষ? তা কিন্তু নয় মেঘলা দিনে এই সোলার প্যানেলগুলি কাজ করতে থাকবে। এমনকি যদি কখনো সূর্যের তাপ বেশি হয় তাহলেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না এই সোলার প্যানেল। ফলে এগুলি অনেক বেশি কার্যকরী হবে।

সবথেকে মজাদার বিষয় যেটা, এই সোলার প্যানেলগুলো তৈরি করতে খরচ হবে একেবারেই সামান্য। সাধারণ মধ্যবিত্ত মানুষ নিজেদের বাড়িতে যদি এই সোলার প্যানেল বসাতে চান তাহলে খুব সহজেই তা করতে পারবেন। এভাবেই, বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের অক্লান্ত পরিশ্রম এবং নতুন উদ্ভাবন ভবিষ্যতের জন্য শক্তিকে আরো অনেক বেশি সাশ্রয়ী, নিরাপদ এবং পরিবেশবান্ধব করে তুলবে।

Advertisements