Invest on Post Office: Post Office-এর দারুণ স্কিম! ৩৩০০ টাকা সুদ পাওয়া এখন মামুলি ব্যাপার

Invest Rs 50,000 in Post Office today to get great interest: অর্জিত আয় সঞ্চয় করার বহু ক্ষেত্র থাকলেও বর্তমানে মধ্যবিত্তের কাছে ব্যাংক এবং পোস্ট অফিস এখনো অর্থ সঞ্চয়ের অন্যতম সুরক্ষিত ক্ষেত্র বলেই মনে করা হয়। ব্যাংকের মতোই পোস্ট অফিসে সেভিংস, রেকারিং এর প্রকল্পগুলি রয়েছে। এছাড়াও পোস্ট অফিসের জনপ্রিয় যে প্রকল্প গুলি আছে সেগুলি হল টার্ম ডিপোজিট এবং ফিক্সড ডিপোজিট। উপার্জিত টাকা বিনিয়োগের মাধ্যমে বেশ মোটা অংকের টাকা আয় করা সম্ভব ভারতীয় পোস্ট অফিসের (Invest on Post Office) মাধ্যমে। কিভাবে বিনিয়োগকারীরা মাসিক স্কিমে অর্থ সঞ্চয় করে লাভবান হতে পারে সে নিয়ে আজ আমরা আলোচনা করব।

বিনিয়োগের সুদ: মাসিক প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে ভারতীয় পোস্ট অফিসের মাধ্যমে লাভবান হওয়া যায়। প্রতিমাসে ৬.৬ শতাংশ সুদ পেতে পারেন বিনিয়োগকারীরা এই প্রকল্পে অর্থ সঞ্চয় এর মাধ্যমে। প্রতি মাসে ২৭৫ টাকা সুদ পাওয়া সম্ভব পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগের ক্ষেত্রে। এই ক্ষেত্রে ৩৩০০ টাকা বার্ষিক সুদের পরিমাণ দাঁড়াবে। মোট ১৬৫০০ টাকা সুদ পাবেন বিনিয়োগকারীরা পাঁচ বছর পরে।

বিনিয়োগের পরিমাণ: ন্যূনতম হাজার টাকা থেকে বিনিয়োগ করা যায় এই প্রকল্পে। নয় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের পরিমাণ হওয়া সম্ভব যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে এবং সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ হবে চার লক্ষ পঞ্চাশ হাজার পর্যন্ত।

বিনিয়োগের সময়সীমা: ভারতীয় পোস্ট অফিসে (Invest on Post Office) উক্ত প্রকল্পে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করা যেতে পারে। আপদকালীন কোন সমস্যা দেখা দিলে এক বছরের মাথায় সঞ্চিত টাকা তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। সময়সীমার আগে টাকা তোলার ক্ষেত্রে ক্ষতিপূরণ হিসেবে কিছু টাকা কেটে নেওয়া হয়। এক বছর তিন মাসের মাথায় বিনিয়োগের টাকা তুলে নিলে সেক্ষেত্রে দুই শতাংশ টাকা কেটে নেওয়ার সম্ভাবনা থাকে। এক শতাংশ টাকা কেটে নেওয়া হবে তিন থেকে পাঁচ বছরের মধ্যে বিনিয়োগের টাকা তুলে নেওয়ার ক্ষেত্রে।

বয়স সীমা: পোস্ট অফিসে এই প্রকল্পে বিনিয়োগ করার ক্ষেত্রে বিনিয়োগকারীর বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হওয়া আবশ্যিক। সর্বাধিক তিনজন ব্যক্তি একত্রে একটি অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারেন।

তবে আর দেরি না করে সুরক্ষিত এই প্রকল্পে আপনার অর্জিত টাকা আজই বিনিয়োগ (Invest on Post Office) করুন এবং লাভবান হন।