দিনে মাত্র ৬ টাকা, মিলবে ১ লক্ষ টাকা, এর থেকে সুবর্ণ সুযোগ হয়

নিজস্ব প্রতিবেদন : ভবিষ্যতের জন্য বহু মানুষকেই দেখা যায় সঞ্চয় করতে। সঞ্চয়ের ক্ষেত্রে অনেকের ইচ্ছে থাকলেও তারা বহু সময় দেরি করে ফেলেন এবং সেই দেরির কারণে দেখা যায় চাহিদা মত কাজ হয় না। আসলে যত কম বয়সে সঞ্চয় করা শুরু করা যায় ততই উপকারে আসে, সঞ্চয়ের ক্ষেত্রে ততই বেশি লাভ হয়। এরকমই একটি প্রকল্প আনা হয়েছে পোস্ট অফিসের তরফ থেকে আর সেই প্রকল্পের নাম হলো বাল জীবন যোজনা’ (Bal Jeevan Yojana)।

এই প্রকল্প মূলত অল্পবয়স্কদের জন্য চালু করা হয়েছে এবং এই প্রকল্পে খুব অল্প সঞ্চয়ে বেশি লাভ পাওয়া যেতে পারে। তিনি মাত্র ৬ টাকা করে সঞ্চয় করে এই প্রকল্পে ১ লক্ষ টাকা পর্যন্ত মিলতে পারে। সেই টাকা দিয়ে ছেলেমেয়েদের পড়াশুনো থেকে অন্যান্য খরচ অনেক সহজেই করা যায় এবং বাবা মায়েদের চাপ অনেকটা দূর হয়।

এই প্রকল্পের আওতায় বিনিয়োগ করার জন্য যেকোনো শিশুর অভিভাবকদের পোস্ট অফিসে যেতে হবে এবং সেখানে ফর্ম ফিলাপ করতে হবে। ফর্ম ফিলাপ করার পাশাপাশি শিশুর নাম, বয়স, ঠিকানা সহ সব প্রয়োজনীয় তথ্য দিতে হবে। সেই সঙ্গে পরিচয়ের প্রমাণপত্র জমা দিতে হবে।

এই প্রকল্পের আওতায় সেই সকল শিশুরা নাম লেখাতে পারবেন যাদের বয়স ৮ থেকে ১২ বছর। নাম নথিভূক্ত করার পর ধাপে ধাপে সঞ্চয় করা হলে ১৮ বছর পর রিটার্ন পাওয়া যায়। এছাড়াও ভগবান না করে যদি ওই শিশুর ১৮ বছর বয়স হওয়ার আগেই মৃত্যু হয় তাহলেও ১ লক্ষ টাকা পাওয়া যায়।

অনেক অভিভাবক রয়েছেন যারা পোস্ট অফিসের এই অভিনব প্রকল্প সম্পর্কে জানেন না। এই প্রকল্পে নাম নথিভূক্ত করা হলে যেমন শিশুর ভবিষ্যতের জন্য সঞ্চয় হয়ে থাকে সেই রকমই এই প্রকল্পের আওতায় থাকা টাকা দিয়ে শিশুর পড়াশোনা এবং অন্যান্য খরচ সহজেই করা যায়।