Jeevan Labh Plan: দিনে ২৫৪ টাকা জমিয়েই হতে পারেন হাফ কোটির মালিক! সুযোগ দিচ্ছে LIC

Prosun Kanti Das

Published on:

Invest in LIC Jeevan Labh Plan 254 rupees per day to become owner of half a crore: অতিমারি করোনা বুঝিয়ে দিয়েছে মানুষকে অর্থের গুরুত্ব। বিশেষ করে জমানো অর্থের গুরুত্ব কতটা তা হাড়ে হাড়ে টের পেয়েছে সাধারণ মানুষ। ফলে বর্তমান সময়ে কম-বেশি সকলেই আয় করা অর্থের কিছু পরিমাণ কোনো না কোনো খাতে বিনিয়োগ করছেন মোটা টাকা আয়ের জন্য। সেরকমই একটি ঝুঁকিহীন নিরাপদ স্কিম (Jeevan Labh Plan) রয়েছে এলআইসিতে। যেখানে অল্প বিনিয়োগে দীর্ঘ মেয়াদে বিমাকারি পাবেন লাখ লাখ টাকা। কয়েক বছরের মধ্যেই হয়ে যাবেন হাফ কোটি টাকার মালিক। এলআইসির এই পলিসির নাম কী? এর কী নিয়ম-কানুন রয়েছে? বছরে কত করেই বা বিনিয়োগ করতে হবে? রইল বিস্তারিত বিবরণ।

বর্তমানে অর্থ বিনিয়োগের জন্য ব্যাঙ্ক, পোস্ট অফিস ও বিভিন্ন সংস্থার বিভিন্ন স্কিম রয়েছে। যেখানে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগে মেয়াদ শেষে পাওয়া যায় মোটা অঙ্কের টাকা। তবে এক্ষেত্রে অর্থ বিনিয়োগের জন্য সব সংস্থা ঝুঁকিহীন বা নিরাপদ নয়। তবে ব্যতিক্রম রয়েছে এলআইসি। যার অর্থ হল জীবন বিমা নিগম। যেখানে অর্থ বিনিয়োগ করলে নিশ্চিন্তে নিরাপদে থাকা যায়। আর সেই এলআইসিতেই রয়েছে একটি দারুণ স্কিম। যার নাম জীবন লাভ স্কিম (Jeevan Labh Plan)। যে স্কিমে রয়েছে বিমাকারীদের জন্য দারুন সুবিধা। কী সুবিধা?

আরও পড়ুন ? LIC Jeevan Shiromani Plan: লটারির ভাগ্যের খেলা অতীত! এবার LIC-র এই স্কিমই দিচ্ছে ১ কোটি

এলআইসির এই জীবন লাভ নীতি স্কিমের গ্রাহকদের জন্য যে সুবিধা রয়েছে তার মধ্যে অন্যতম হলো ডেথ বেনিফিট। যার অর্থ হলো পলিসি চলাকালীন যদি গ্রাহকের মৃত্যু হয় তাহলে সেই পলিসির বার্ষিক প্রিমিয়ামের ১০ গুন অর্থ ফেরত পাবেন গ্রাহকের পরিবার। অপরদিকে এই পলিসিতে রয়েছে আরও একটি সুবিধা তা হল ঋণ সুবিধা। তবে এক্ষেত্রে বিমাকারিকে পরপর তিন বছর নিয়মিত প্রিমিয়াম দিয়ে যেতে হবে। তাহলে তিনি ঋণ সুবিধা পেতে পারবেন।

এবার চলুন বিনিয়োগের হিসেবটা জেনে নেওয়া যাক। এলআইসি জীবন লাভ নীতি প্রকল্পে দিনপ্রতি ২৫৪ টাকা করে জমা দিতে হবে। অর্থাৎ প্রতি মাসে যার অঙ্ক দাঁড়ায় ৭৭০০ টাকা। যদি বছরের হিসাব করি সেক্ষেত্রে প্রতিবছর বিমাকারিকে এই পলিসিতে বিনিয়োগ করতে হবে ৯২ হাজার ৪০০ টাকা। যার মেয়াদ শেষে বিনিয়োগ অর্থসহ সুদের পরিমাণ দাঁড়াবে ৫৪.৫০ লক্ষ টাকা।

কারা এই পলিসি গ্রহণ করতে পারবেন? এলআইসির এই পলিসি (Jeevan Labh Plan) গ্রহণ করার সর্বোচ্চ ও সর্বনিম্ন বয়স হলো ১৮ থেকে ৫৯ বছর পর্যন্ত। বিমার মেয়াদকাল হল ১৬ বছর, ২১ বছর অথবা ২৫ বছর। তবে এই বীমায় জমা টাকার কোনো ঊর্ধ্বসীমা নেই।