নিজস্ব প্রতিবেদন : অধিকাংশ মানুষ জীবনযাপনের তাগিদে রোজগারের পিছনে ছুটে বেড়ান। রোজগার করে তারা দৈনন্দিন জীবনের চাহিদা মেটানোর পাশাপাশি প্রত্যেকের মধ্যেই চাহিদা থাকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করার। ভবিষ্যতের জন্য এই সঞ্চয়ের ক্ষেত্রে অধিকাংশ মানুষকে দেখা যায় ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে। কারণ এটি খুব সহজ সরল এবং সুদ বেশি পাওয়া যায়।
তবে ব্যাংকের এই ফিক্সড ডিপোজিট ছাড়াও পোস্ট অফিসে এমন কিছু স্কিম রয়েছে যেগুলি অনেক লাভজনক। এছাড়াও লাভজনক বিনিয়োগ রয়েছে যে সকল ক্ষেত্রে সেগুলি হল মিউচুয়াল ফান্ড, শেয়ারবাজার ইত্যাদি। তবে শেয়ারবাজার এবং মিউচুয়াল ফান্ড ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে অনেকেই তার দিকে এগোতে চান না।
সেক্ষেত্রে ঝুঁকিহীন এবং লাভজনক যে সকল স্কিমের নাম উঠে আসে তার মধ্যে একটি হলো পোস্ট অফিসের আকর্ষণীয় স্কিম ন্যাশনাল সেভিংস মান্থলি ইনকাম প্ল্যান। এই প্রকল্পে বিনিয়োগ করার ফলে যেমন লাভ বেশি পাওয়া যায় ঠিক তেমনি আবার আয়কর আইন অনুযায়ী মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের বিনিয়োগকারীরা কর ছাড় পেতে পারেন।
এই প্রকল্পে বিনিয়োগকারীদের পোস্ট অফিসের তরফ থেকে ৬.৬ শতাংশ সুদ দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীরা এককালীন ৫০,০০০ টাকা বিনিয়োগ করলে ৬.৬ শতাংশ সুদ পাবেন। হিসাব অনুযায়ী বছরে ৩৩০০ টাকা সুদ পাওয়া যাবে। তবে এই প্রকল্পের মাধ্যমে মাসে মাসে ৫০০০ টাকা সুদ পাওয়া যেতে পারে এককালীন ৯ লক্ষ টাকা বিনিয়োগ করলে।
তবে এই প্রকল্পে বিনিয়োগ করার জন্য যদি অ্যাকাউন্ট একজনের নামে থাকে তাহলে তিনি সর্বোচ্চ ৪.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। সেই জায়গায় মাসে মাসে ৫০০০ টাকা করে সুদ পেতে হলে দুজনের নামে অ্যাকাউন্ট করে মোট ৯ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে এবং এই সুযোগ দিচ্ছে পোস্ট অফিস।