Invest in PPF monthly just this amount of money to get returns of crore: প্রত্যেক মানুষই চায় জীবনে তাদের কষ্টার্জিত অর্থ যাতে ঠিক জায়গায় বিনিয়োগ করা যায়। তবে বিষয়টি সহজ মনে হলেও ততটা সহজ মোটেই নয়। তাই বিষয়টি নিয়ে অনেকেই বেশ চিন্তিত থাকে। কারণ কোন জায়গায় বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়া যাবে সেই উত্তর অনেকেরই জানা নেই। বর্তমান বাজারে বিনিয়োগের বিকল্পও রয়েছে প্রচুর। কিন্তু সব জায়গায় বিনিয়োগ করলেই যে আপনি লাভবান হবেন এর কোন মানে নেই। প্রভিডেন্ট ফান্ড (PPF Returns) হলো নিজের কষ্টের অর্থ বিনিয়োগ করার একটি বিশ্বাসযোগ্য বিকল্প।
বর্তমানে খোলা বাজারে বেশ কিছু বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ হলেও পাশাপাশি জমানো টাকা যাতে নষ্ট না হয় এবং রিটার্নও যাতে ভালো পাওয়া যায় এই বিষয় নিয়ে প্রত্যেকটা মানুষই দুশ্চিন্তা করে। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (PPF Returns) বিনিয়োগ করার মতো আদর্শ বিকল্প আর হয় না। ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করতে অনেকেই পিপিএফ-এ বিনিয়োগ করে থাকেন। এখানে ঝুঁকি একদমই নেই এবং রিটার্নও আশানুরূপ পাওয়া যায়।
আপনি যদি দীর্ঘ মেয়াদি বিনিয়োগে বিশ্বাস করেন তাহলে পিপিএফ (PPF Returns) একটি জনপ্রিয় বিকল্প। সাধারণত চাকরিজীবীরা অবসর পরবর্তী জীবনে মোটা অঙ্কের টাকা পাওয়ার জন্য এই বিনিয়োগে ভরসা করেন। দীর্ঘ সময় ধরে এই স্কিমে বিনিয়োগ করলে এক কালীন কোটি টাকা রোজগারের সুযোগও থাকবে আপনার সামনে। কিন্তু আদৌ কি তা সম্ভব সেটাই এই প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হবে।
এখন আপনাকে জানতে হবে কত টাকা জমালে আপনি মেয়াদ শেষে মোটা অঙ্কের টাকা পাবেন। আপনাকে প্রতি মাসে সাড়ে ১২ হাজার টাকা জমাতে হবে তাহলে প্রতি বছর দেড় লক্ষ টাকা আপনি পিপিএফ অ্যাকাউন্টে জমা করতে পারেন। সাধারণত ১৫ বছর পর ম্যাচিওর হয় পিপিএফ অ্যাকাউন্ট(PPF Returns)। তখন আপনি ভালো রিটার্ন পাবেন।
আপনি চাইলে কিন্তু ম্যাচিওরের পর ৫ বছর অবধি বৃদ্ধি করতে পারবেন। অর্থাৎ ২০ বছর ধরে এই অঙ্কের টাকা যদি বিনিয়োগ করেন ২০ বছর পর ২.২৭ কোটি টাকা পেতে পারেন। বর্তমানে পিপিএফ এর ক্ষেত্রে ৭.১০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। সেই অঙ্কেই এই হিসাব করা হয়েছে। আপনি ভবিষ্যতে কোটিপতি হবেন অবশ্যই।