Post Office New Scheme: ১০০০ টাকাতেই খোলা যায় অ্যাকাউন্ট, পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করলে বসে বসে পাওয়া মোটা টাকা

Antara Nag

Published on:

Advertisements

If you invest in this new scheme of Post Office, you will get huge money: শুধু শুধু ঘরে টাকা ফেলে রাখলে তেমন কোনো লাভ হবে না। লাভ করতে চাইলে বিনিয়োগ করাই শ্রেয়। বিনিয়োগ করার জন্য অনেকগুলি উপায় রয়েছে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে পেয়ে যাবেন অনেক বেশি পরিমাণে রিটার্ন পাবার সুযোগ। তবে এই সমস্ত জায়গায় বিনিয়োগ করা একটু ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রে এক্কেবারে নিরাপদে নিশ্চিত রিটার্ন পাবার জন্য বিনিয়োগ করতে চাইলে বেছে নিতে পারেন ব্যাংক অথবা পোস্ট অফিসকে। ব্যাংক এবং পোস্ট অফিস ২ ক্ষেত্রেই বিনিয়োগের জন্য একাধিক প্রকল্প চালু রয়েছে। পোস্ট অফিস এবং ব্যাঙ্ক উভয় ক্ষেত্রেই এমন অনেকগুলি ভালো স্কিম (Post Office New Scheme) রয়েছে যেগুলোতে কম বিনিয়োগে বেশি টাকা রিটার্ন পাওয়া যায়।

Advertisements

আপনি বিনিয়োগের জন্য বেছে নিতেই পারেন পোস্ট অফিসের যে কোন স্কিমকে। চলুন আজ পোস্ট অফিসেরই ১ টি স্কিম (Post Office New Scheme) সম্পর্কে আলোচনা করা যাক। মাসে মাসে ঘরে বসেই পেয়ে যেতে পারেন মোটা অংকের টাকা। কি স্কিমটির নাম জানতে ইচ্ছে করছে তাই তো? পোস্ট অফিসের এই স্কিমটির (Post Office New Scheme) নাম হল মাসিক আয় স্কিম। এই স্কিমটিতে বিনিয়োগ করতে পারেন যে কেউ। শুধুমাত্র প্রাপ্তবয়স্করাই এই স্কিমের আওতায় অ্যাকাউন্ট খুলতে পারবেন এমন কিন্তু কোন নিয়ম নেই। যে কোন শিশুর নামেও এই স্কিমটিতে অ্যাকাউন্ট খোলা যায়। এবং রিটার্ন পাবার নিয়ম সবার ক্ষেত্রেই প্রায় সমান।

Advertisements

সাধারণত ব্যাংক বা পোস্ট অফিসে বিনিয়োগের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট অথবা রেকারিং ডিপোজিটের উপরেই আমরা বেশি ভরসা করে থাকি। বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমটিকে সবথেকে বেশি ভরসা করেন বিনিয়োগের জন্য। কারণ এই ধরনের স্কিমগুলিতে আর্থিক ক্ষতির সম্ভাবনা খুবই কম। ব্যাংক এবং পোস্ট অফিস উভয় ক্ষেত্রেই কিন্তু রয়েছে আরও বেশ কিছু স্কিম যেগুলিতে বিনিয়োগ করেও ভালো টাকা রিটার্ন পাওয়া সম্ভব। পোস্ট অফিসের মাসিক আয় স্কিমটি (Post Office New Scheme) তেমনি ১ টি প্রকল্প। এই স্কিমটিতে মাত্র একবারই বিনিয়োগ করতে হয়। প্রথমবারই যত টাকা বিনিয়োগ করবেন তার উপর ভিত্তি করে মাসে মাসে সুদ পেতে থাকবেন বিনিয়োগকারী।

Advertisements

আরও পড়ুন ? Tata New Scheme: পোস্ট অফিস ফেল, টাটা দিচ্ছে কপাল খোলার দারুণ সুযোগ, সহজেই হওয়া যাবে লাখপতি

পোস্ট অফিসের নতুন এই স্কিমটিতে (Post Office New Scheme) অ্যাকাউন্ট খুলতে পারবেন মাত্র ১০০০ টাকা দিয়ে। ন্যূনতম ১০০০ টাকা বিনিয়োগ করে এই স্কিমটিতে অ্যাকাউন্ট খুলতে পারবেন যেকোনো বিনিয়োগকারী। তবে বিনিয়োগের সর্বোচ্চ সীমার ক্ষেত্রে কিছুটা ভাগ রয়েছে। নিয়ম অনুযায়ী, পোস্ট অফিসের এই স্কিমটিতে অ্যাকাউন্ট খুলতে পারেন যেকোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি অথবা কোন শিশুও। ২ জনের নামে জয়েন্ট অ্যাকাউন্টও খোলা যেতে পারে। যদি কোন ব্যক্তি একক বিনিয়োগকারী হিসেবে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে তিনি সর্বাধিক ৪ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এই প্রকল্পে। আর যদি কোন ব্যক্তি যৌথ বিনিয়োগকারী হিসেবে অ্যাকাউন্টটি খোলেন তাহলে সর্বাধিক ৯ লক্ষ টাকা অব্দি বিনিয়োগ করতে পারবেন এই প্রকল্পে।

পোস্ট অফিসের এই স্কিমটির (Post Office New Scheme) জন্য ১ টি নির্দিষ্ট হারে সুদ ধার্য করেছে পোস্ট অফিস। আপনি যে পরিমাণ টাকা এখানে জমা রাখবেন তার উপর ভিত্তি করে সুদ দেবে পোস্ট অফিস। সুদ দেওয়া হবে প্রতি মাসে। তবে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু এককালীন বিনিয়োগই করতে হবে। মাসিক বা বার্ষিক কিস্তিতে বিনিয়োগ করার কোন সুযোগ নেই তাহলে আর দেরি কেন কম টাকা বিনিয়োগে মাসিক হারে মোটা অংকের টাকা রিটার্ন পেতে চাইলে, এক্ষুনি যোগাযোগ করুন পোস্ট অফিসে। মাসিক আয় স্কিমটিতে বিনিয়োগ করুন এবং ঘরে বসে প্রতি মাসে পেয়ে যান প্রচুর টাকা রিটার্ন।

Advertisements