Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিম নিমেষে বড়লোক বানাবে, কীভাবে করবেন বিনিয়োগ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Post Office Scheme : বহু মানুষ এখনো এমন আছেন যারা বিনিয়োগের জন্য ব্যাংক কিংবা পোস্ট অফিসকে বেশি ভরসা করেন। নিজেদের উপার্জিত অর্থ এমন কোন খাতে বিনিয়োগ করতে চান যেখান থেকে নিশ্চিন্তে রিটার্ন পাওয়া যাবে। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম একটি দুর্দান্ত প্রকল্প সাধারণ মধ্যবিত্তের জন্য। ভারতীয় নাগরিকরা এখানে নিজেদের ইচ্ছামত বিনিয়োগ করতে পারেন। এক বছর থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত বিনিয়োগ করার স্কিম রয়েছে। বিভিন্ন প্রকল্পের সুদের হার বিভিন্ন রকম হয় সেই বিষয়ে সঠিক ধারণা একান্ত প্রয়োজনীয়।

Advertisements

যেসব ব্যক্তিরা নিরাপদ জায়গায় অর্থ বিনিয়োগ করতে চান এবং নিশ্চিত রিটার্ন আশা করেন তাদের জন্য পোস্ট অফিসের (Post Office Scheme) একাধিক স্কিম রয়েছে। পোস্ট অফিস হলো এই ধরনের মানুষের কাছে অন্যতম ভরসার জায়গা। আজকের প্রতিবেদনে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হবে বিস্তারিতভাবে।

Advertisements

যারা পোস্ট অফিসের বিনিয়োগ (Post Office Scheme) করবেন বলে ভাবছেন তারা এক হাজার টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। পোস্ট অফিসে একাধিক স্কিমে রয়েছে দুর্দান্ত সুদের হার। যারা ১ বছর থেকে ৫ বছরের মধ্যে বিনিয়োগ করতে পারবেন তারা নিশ্চিত ভালো রিটার্ন পাবেন। ধরুন কোন ব্যক্তি যদি বছরে ১ লক্ষ টাকা এখানে বিনিয়োগ করেন তাহলে তিনি ফেরত পাবেন ১ লক্ষ ৭ হাজার ৮১ টাকা। অর্থাৎ আপনি সুদের হার পাবেন ৬.৯ শতাংশ।

Advertisements

আরও পড়ুন: Post Office SchemePost Office Scheme: পোস্ট অফিসের এই সমস্ত মহিলাদের জন্য তৈরি স্কিমে বাড়ল সুদের হার

যদি একই পরিমাণ টাকা দুই বছরের জন্য বিনিয়োগ (Post Office Scheme) করতে পারেন। পোস্ট অফিসে সাত শতাংশ সুদের হার পাবেন। অর্থাৎ ২ বছর বাদে ১ লক্ষ ১৪ হাজার ৮৮৮ টাকা হবে । ধরুন কোন ব্যক্তি যদি তিন বছরের জন্য এই পরিমান টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে সুদের হার পাবেন ৭.১ শতাংশ। প্রায় ১ লক্ষ ২২ হাজার ২২ টাকা রিটার্ন পাবেন তিন বছর বাদে। আবার কেউ যদি একই পরিমান টাকা ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন তাহলে সুদের হার হবে ৭.৫ শতাংশ।

পাঁচ বছরের জন্য বিনিয়োগ করার পর হাতে পাবেন ১ লক্ষ ৪৪ হাজার ৯৯৫ টাকা। সাধারণ মধ্যবিত্তের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম। যারা অল্প টাকা দিয়ে নিজেদের ভবিষ্যতে সুরক্ষিত করতে চান তাদের জন্য এটি একেবারে আদর্শ। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করুন আর নিশ্চিন্ত হয়ে যান। টাকা বিনিয়োগ নিয়ে আর চিন্তার কোন কারণ নেই, এটি কেন্দ্রীয় সরকারের অধীনে। নিশ্চিত রিটার্ন পাবেন সেটাই স্বাভাবিক। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, ব্যাঙ্কের সুদের হারকেও হার মানিয়ে দিয়েছে পোস্ট অফিসের সুদ। আপনিও কি অল্প সময়ে ভাল টাকা রিটার্ন চান? তাহলে বিনিয়োগ করুন পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে।

Advertisements