SIP Plan: ৬০ বছর বয়সেই কোটিপতি! কেউ আটকাতে পারবেনা, শুধু করতে হবেই ছোট্ট কাজ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Invest now in SIP Plan to spend your retirement in luxury: বর্তমানে যা পরিস্থিতি তাতে করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা অবশ্যই দরকার। কিন্তু কোথায় বিনিয়োগ করবেন তা নিয়ে অনেকেরই মনে দ্বন্দ্ব রয়েছে। কারণ বেশিরভাগ মানুষই চান বিনিয়োগ হবে নিরাপদ এবং বিনিয়োগের বিনিময়ে আসবে মোটা টাকা। আজকের প্রবন্ধে তেমনি একটি নিরাপদ বিনিয়োগ পরিকল্পনা (SIP Plan) জানানো হয়েছে। যেখানে এখন থেকে বিনিয়োগ করলে অবসর বয়সে টাকার গদিতে শুয়ে থাকবেন।

Advertisements

প্রসঙ্গত, অল্প বিনিয়োগে ভালো টাকা রিটার্ন পাওয়ার জন্য অনেকেই ফিক্সড ডিপোজিট বেছে নেন। তবে ফিক্সড ডিপোজিট ছাড়াও রয়েছে আরও একটি নিরাপদ পরিকল্পনা (SIP Plan)। যা SIP নামে পরিচিত। যেখানে দীর্ঘমেয়াদে অল্প পরিমাণ অর্থ বিনিয়োগ করলে মেয়াদ শেষে পাওয়া যায় মোটা অঙ্কের টাকা। কত টাকা বিনিয়োগ করলে কেমন রিটার্ন পাওয়া যাবে? কত শতাংশ সুদের উপরই বা রিটার্ন দেওয়া হয়? জেনে নিন হিসাব-নিকাশ।

Advertisements

বর্তমানে ফিক্সড ডিপোজিটে অর্থের উপর সুদ দেওয়া হয় ৭ থেকে ৮% হারে। সেখানে SIP-তে বিনিয়োগ করলে বিনিয়োগের অর্থের উপর রিটার্ন দেওয়া হয় ১২ শতাংশ। সর্বনিম্ন ২০ বছর বয়স থেকেই SIP-তে বিনিয়োগ করা যেতে পারে। চাইলে ৩০-৪০ বছর থেকেও বিনিয়োগ শুরু করতে পারেন। তবে এক্ষেত্রে টাকা জমা দেওয়ার পরিমাণটা বেশি হবে।

Advertisements

আরও পড়ুন ? Jio Unlimited 5G: ঘুম উড়ল Airtel-এর! ৩৯৫ টাকায় ৮৪ দিন আনলিমিটেড 5G, গ্রাহকদের দুর্দান্ত অফার দিচ্ছে Jio

কেউ যদি ২০ বছর বয়স থেকে SIP-তে বিনিয়োগ শুরু করেন সেক্ষেত্রে ১০০০ টাকা দিয়েও বিনিয়োগ শুরু করতে পারেন। এক্ষেত্রে ৩০ বছর থেকে কেউ শুরু করলে ৩০০০ টাকা জমা দিতে পারেন। ৪০ বছর থেকে শুরু করলে ৪ হাজার টাকা জমা দিতে পারেন। এতে অর্থ যেমন সুরক্ষিত থাকবে তেমন মেয়াদ শেষে অর্থের পরিমাণও দাঁড়াবে অনেকটাই।

হিসেব অনুযায়ী, কোনো ব্যক্তি যদি ১০০০ টাকা করে ১০ বছরের জন্য SIP-তে বিনিয়োগ (SIP Plan) করেন এক্ষেত্রে ১২ শতাংশ হারে রিটার্ন পাওয়া সুদ সমেত অর্থের পরিমাণ ২ লক্ষ ৩২ হাজার টাকা ৩৩৯ টাকা। ৩০ বছরের জন্য কেউ ৩ হাজার টাকা বিনিয়োগ করলে তার অর্থের পরিমাণ দাঁড়াবে ১.০৫ কোটি টাকা। আবার কেউ যদি ২০ বছর মেয়াদে ৪০ বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করেন ১২ শতাংশ সুদের হারে তার অর্থ জমা হবে ৪০ লক্ষ টাকা। তাই আর দেরি না করে হিসাব বুঝে নিয়ে বিনিয়োগ করুন SIP-তে। টাকা যেমন মার যাবেনা উল্টে বাড়বে অর্থের পরিমাণ। যা অবসর সময়ে বিলাসিতায় আনন্দে কাটাতে পারবেন।

Advertisements