৫০০০ টাকায় শুরু, মাসে আয় লক্ষ, বাড়িতে বসেই রোজগারের সুযোগ

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে অধিকাংশ মানুষই চাকরির পিছনে দৌঁড়ান। তবে দেখা যায় খুব কম সংখ্যক যুবক-যুবতী চাকরি পেয়ে নিজেদের লক্ষ্য পূরণ করতে পারেন। বাকিরা শেষমেষ ব্যবসা অথবা অন্য কিছুর দিকে দৌঁড়ান। ব্যবসা করার ক্ষেত্রে আবার লক্ষ লক্ষ টাকার বিনিয়োগ দেখে অধিকাংশ যুবক-যুবতীকেই পিছিয়ে আসতে দেখা যায়। তবে এমন একটি ব্যবসা রয়েছে যাতে অল্প বিনিয়োগ করেই মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করা যেতে পারে।

শুধু অল্প বিনিয়োগে এই ব্যবসাটি করা যায় এমন নয়, এর পাশাপাশি এই ব্যবসা খুব সহজেই করা যেতে পারে। আসলে এই ব্যবসা হল বর্জ্য পদার্থ পুনর্ব্যবহারের ব্যবসা। এই ব্যবসা করার জন্য আগ্রহীদের ৫ থেকে ১০ হাজার টাকা বিনিয়োগ করতে হয় এবং তার পরিবর্তে বিপুল রোজগার করার সুযোগ রয়েছে।

এই ব্যবসা শুরু করার ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হল বর্জ্য পদার্থের অভাব নেই। আমাদের আশেপাশে প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ রয়েছে এবং খুব সহজে সেই সকল বর্জ্য পদার্থ সংগ্রহ করার জন্য যোগাযোগ করতে হবে পঞ্চায়েত অথবা পৌরসভায়। বলা যেতে পারে আবর্জনা নিয়ে ব্যবসা। এই সকল আবর্জনা থেকে কি কি তৈরি করা যেতে পারে তা বেছে নিতে হবে।

বিশ্বজুড়ে প্রতি বছর ২ মিলিয়ন টনের বেশি আবর্জনা তৈরি হয়। ভারতে এই আবর্জনা তৈরি হওয়ার পরিমাণ প্রতিবছর ২৭৭ মিলিয়ন টন। এই বিপুল পরিমাণ আবর্জনা পুনর্ব্যবহার করে গয়না, পেইন্টিংয়ের মতো অনেক জিনিস প্রস্তুত করা যায়। এ সকল জিনিসপত্র বিক্রি করে বিপুল টাকা উপার্জন করা যায় এবং এই সকল জিনিসপত্রের বাজারে বিপুল চাহিদা রয়েছে।

আবর্জনা থেকে যে সকল জিনিসপত্র তৈরি করা যায় তার নূন্যতম উদাহরণ হিসাবে বলা যেতে পারে টায়ার থেকে তৈরি করা যেতে পারে চেয়ার, আবর্জনা থেকে তৈরি করা যেতে পারে বস্তার ব্যাগ ইত্যাদি। তবে এই উদাহরণ কেবলমাত্র ন্যূনতম। আবর্জনা থেকে এমন এমন সাজসজ্জা জিনিসপত্র জিনিস তৈরি করা যেতে পারে যেগুলির ব্যাপক চাহিদা রয়েছে বাজারে।