দিনে মাত্র ২ টাকা দিলেই মাসে মিলবে ৩০০০, অবাক করা স্কিম কেন্দ্রের

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশের মানুষদের জন্য প্রতিটি সরকার কোন না কোন প্রকল্প আনেন। এ সকল প্রকল্পের মধ্য দিয়ে বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়া মানুষদের উন্নতির ব্যবস্থা করা হয়। সে আর্থিকভাবে পিছিয়ে পড়া হতে পারে অথবা অন্য কোন দিক দিয়ে পিছিয়ে পড়াও হতে পারে। ঠিক সেই রকমই এবার কেন্দ্রের তরফ থেকে এমন একটি স্কিম আনা হয়েছে যার নির্ভর করে দুর্দান্ত সুযোগ পাবেন উপভোক্তারা।

কেন্দ্রীয় তরফ থেকে এই স্কিম আনা হয়েছে দেশের কৃষকদের জন্য। যাতে তারা বৃদ্ধ বয়সে আর্থিক ভাবে কোন অসুবিধার সম্মুখীন না হন সেই কথা মাথায় রেখেই এমন অভিনব একটি স্কিম আনা হয়েছে। কেন্দ্রীয় তরফ থেকে এই যে স্কিমটি আনা হয়েছে তার নাম হলো প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা। ছোট এবং প্রান্তিক এলাকার কৃষকরা এই প্রকল্পের মধ্য দিয়ে নিজেদের বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা পাবেন।

১৮ থেকে ৪০ বছর বয়সী কৃষকরা এই প্রকল্পের আওতায় এই নাম নথিভুক্ত করে দিনে ২ টাকা অথবা মাসে ৫৫ টাকা দিয়ে এই প্রকল্পের আওতায় প্রতিমাসে ৩০০০ টাকা করে পেনশন পেতে পারেন। এই প্রকল্পে বিনিয়োগকারী কৃষকের বয়স ৬০ বছর হলেই শুরু হয়ে যাবে প্রতিমাসে ৩০০০ টাকা করে পেনশন।

এই প্রকল্পের আওতায় যারা নাম নথিভুক্ত করতে চান তাদের ন্যূনতম ২ হেক্টর জমি থাকতে হবে। সেই জমি হতে হবে চাষযোগ্য। অন্যদিকে যারা এই প্রকল্পের আওতায় নাম নথিভূক্ত করবেন তাদের কোন কারণবশত মৃত্যু হলে তার স্ত্রী অথবা সন্তান এই প্রকল্পের আওতায় অর্ধেক পেনশন পাবেন।

ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সি কৃষকরা এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করতে পারবেন। প্রকল্পের অধীনে তাদের প্রতি মাসে ৫৫ থেকে ২০০ টাকা পর্যন্ত জমা রাখার সুযোগ রয়েছে। এই টাকা ততদিন পর্যন্ত জমাতে হবে যতদিন না তাদের বয়স ৬০ বছর হয়।