নিজস্ব প্রতিবেদন : চলছে বিয়ের মরসুম। আবার মহা মূল্যবান হয়ে দাঁড়িয়েছে পেট্রোল ডিজেল। এমন অবস্থায় কেউ যদি বিয়েতে পেট্রোল ডিজেল উপহার দেন তাহলে কেমন যাবে বলুন তো! বিষয়টি ভাবতে অবাক লাগলেও এমনই বন্দোবস্ত করেছে ইন্ডিয়ান অয়েল।
তবে বিয়েতে পেট্রোল ডিজেল উপহার দিতে হলে কোন পাত্রে ভরে তা দিতে গেলে তা হাসির খোরাক হতে পারে। এমনটা ভাবছেন তো? এমনটা কিন্তু হবে না। IOC যে বন্দোবস্ত করেছে তাতে পাত্রে পেট্রোল ডিজেল ভরে না নিয়ে গিয়েই দেওয়া যাবে উপহার।
বিয়ে হোক অথবা অন্য কোন ক্ষেত্রে পেট্রোল ডিজেল উপহার দেওয়ার জন্য ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন নিয়ে এসেছে ই-ফুয়েল ভাউচার (E-Fuel Voucher)। কাউকে এমন অভিনব উপহার দেওয়ার পরিকল্পনা থাকলে আপনি তা অনলাইনে বুক করতে পারবেন এবং বুক করার পর তা পৌঁছে যাবে নির্দিষ্ট ব্যক্তির কাছে। সেই কার্ডের মাধ্যমে উপহার পাওয়া ব্যক্তি যেকোনো নির্দিষ্ট সংস্থার রিটেল আউটলেট থেকে পেট্রল, ডিজেল কিংবা গাড়ির লুব্রিক্যান্ট কিনতে পারবেন। এছাড়াও রয়েছে বিশেষ ছাড়ের অফার।
সম্প্রতি ইন্ডিয়ান অয়েল-এর এই বিজ্ঞাপনে ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। সংস্থার তরফে এই বিজ্ঞাপনে লেখা হয়েছে, “প্রিয়জনের জীবনের নতুন শুরুকে আরও বিশেষ করে তুলুন। বিবাহ অনুষ্ঠান উদযাপন করতে থাকুক স্পেশ্যাল উপহার। ইন্ডিয়ান অয়েলের ই-ভাউচার নিন আজই।” তবে এই বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নানান প্রতিক্রিয়াও লক্ষ্য করা যাচ্ছে।
কেউ কেউ ক্ষিপ্ত হয়ে লিখেছেন, “লোকে জ্বালানির দামে জ্বলছে। আর আপনারা এটা নিয়ে ব্যবসা করছেন।” কেউ আবার লিখেছেন, “ঠিকই আছে, সোনার দামে বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল। তাই এবার বিশেষ দিনে সোনার গয়নার বদলে ই-ভাউচার দিতে হবে।”
This Diwali, gift your loved ones a gift that drives them to fulfil their goals and ambitions. Share the love this Diwali with #IndianOil's One4U e-Fuel Voucher. #IndianOilRhino
— Indian Oil Corp Ltd (@IndianOilcl) November 2, 2021
এখন প্রশ্ন হলো পেট্রোল-ডিজেলের এই ই-ভাউচার-এর দাম কত? সংস্থার তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, এই ই-ভাউচার-এর দাম শুরু হচ্ছে ৫০০ টাকা থেকে এবং সর্বোচ্চ দাম ১০০০০ টাকা। ১৮ বছরের উর্ধ্বে যে কেউ এই ভাউচার কিনতে পারবেন। ভাউচার কেনার সময় দিতে হবে মোবাইল নম্বর। তবে একটি মোবাইল নম্বরে একটি মাত্র ভাউচার ইস্যু হবে।