আরও সহজ হলো ট্রেনের টিকিট বুকিং, IRCTC নিয়ে এলো iPay

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : IRCTC নতুন বছরের শুরুতেই তাদের অফিশিয়াল ওয়েবসাইটের ভোল বদল করে। গ্রাহকদের সুবিধার্থে একাধিক ফিচার এবং আরও দ্রুত যাতে টিকিট বুক করা যায় তার ব্যবস্থা সংযুক্ত করা হয়। আর এবার এই ট্রেনের টিকিট বুক করা যাতে আরও সহজ হয় সেজন্য নতুন একটি ব্যবস্থার সংযোজন করলো IRCTC, নতুন এই সংযোজন হল iPay।

Advertisements

iPay কি?

Advertisements

iPay হল আসলে পেমেন্ট গেটওয়ে। এই সুবিধা সংযোজন হওয়ার সাথে সাথে যাত্রীরা এবার ট্রেনের টিকিট বুক করার সাথে সাথে IRCTC-র এই iPay-এর মধ্য দিয়েই ডিজিটাল পেমেন্টের পরিষেবা পাবেন। ডিজিটাল পেমেন্ট পরিষেবা পাওয়ার পাশাপাশি এই iPay-এর মাধ্যমে আরও একাধিক সুবিধা পাবেন যাত্রীরা।

Advertisements

iPay আসলে UPI পরিষেবার মতই। যাতে টিকিট বুক করার সময় এই পরিষেবা ব্যবহার করলে নিমেষে টিকিটের দাম মেটানো যাবে। অন্যান্য ক্ষেত্রে যেমন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অথবা অন্যান্য মাধ্যমে টিকিটের দাম মেটানোর জন্য আগে অনুমতি নিতে হয় এবং সমস্ত ডিটেলস দিতে হয়। সেক্ষেত্রে এই iPay নিমেষে পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে খুব সহজপ্রদ উপায়।

[aaroporuntag]
টিকিট বুকিং করার সময় পেমেন্ট করার ক্ষেত্রে যেমন এই iPay সহজ উপায় ঠিক তেমনি যদি কোনো যাত্রী তার বুক করা টিকিট বাতিল করেন তাহলে টিকিটের মূল্য মুহূর্তের মধ্যে রিফান্ড হয়ে যাবে iPay-এর মাধ্যমে। আর এই নতুন পরিষেবা লঞ্চ করার পর IRCTC-র তরফ থেকে দাবি করা হয়েছে, এর ফলে গ্রাহকদের হয়রানি কমার পাশাপাশি সময় বাঁচবে।

Advertisements