iphone: কমে যাচ্ছে দাম, সুযোগ হাতছাড়া না করে শীঘ্রই কিনে ফেলুন আইফোন

Prosun Kanti Das

Updated on:

Advertisements

iphone: অ্যাপলের ফোন মানেই গ্রাহকদের মধ্যে দেখা দেবে চরম উত্তেজনা। বরাবরই গ্রাহকদের মধ্যে এই ফোনের চাহিদা বেশি এবং মার্কেটে নয়া ফোন লঞ্চ করতে চলেছে এই মার্কিন সংস্থাটি। খুব শীঘ্রই প্রকাশ পেতে চলেছে ১৬ নম্বর সিরিজের চারটি মডেল। স্বাভাবিকভাবেই ক্রেতাদের মধ্যে লক্ষ্য করা যাবে চরম আগ্রহ। নতুন এই আইফোনে রয়েছে অত্যাধুনিক ফিচারস যা পিছনে ফেলে দেবে অন্যান্য ফোনের কোম্পানি গুলোকে। স্মার্টফোনের বাজারে নতুন ফোন লঞ্চ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই এই মার্কিনি সংস্থা গত বছর লঞ্চ হওয়া আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাসের দর কমিয়েছে। ভাববেন না শুধু এক কিংবা দুই হাজার টাকা কমেছে আইফোন এর দাম বরং একেবারে কমানো হয়েছে ১০ হাজার টাকা। অ্যাপেল কোম্পানির স্মার্টফোন এবার অনেকেরই সাধ্যের মধ্যে চলে এসেছে।

Advertisements

কেন আইফোনের (iphone) এত দাম এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজকের প্রতিবেদনে। সাধারণত স্টোরেজের উপর নির্ভর করেই এই দাম এত বেশি। যে ফোনের ডেটা রাখার ক্ষমতা যত বেশি তার দামও তত বেশি হবে। নীচের চার্টে আইফোন ১৫-র পুরনো ও নতুন দামের তালিকা তুলে দেওয়া হল…

Advertisements
ফোন স্টোরেজপুরনো দামপুরনো দাম
১২৮ জিবি৬৯,৯০০ টাকা৬৯,৯০০ টাকা
২৫৬ জিবি৮৯,৯০০ টাকা৭৯,৯০০ টাকা
৫১২ জিবি১,০৯,৯০০ টাকা৯৯,৯০০ টাকা

 

Advertisements

সম্প্রতি আইফোন ১৫ প্লাসও (iphone) আগের তুলনায় অনেকটাই সস্তা হয়েছে। এই স্মার্ট ফোনের পুরনো ও নতুন দামের তালিকা রইল এই সময় অনলাইনের এই প্রতিবেদনে…

ফোন স্টোরেজপুরনো দামপুরনো দাম
১২৮ জিবি৮৯,৯০০ টাকা৭৯,৯০০ টাকা
২৫৬ জিবি৯৯,৯০০ টাকা৮৯,৯০০ টাকা
৫১২ জিবি১,১৯,৯০০ টাকা১,০৯,৯০০ টাকা

 

আরো পড়ুন: রমরমিয়ে চলছে ভেজাল পেট্রোলের ব্যবসা, ব্যবহারের আগে স্বচ্ছতা যাচাই করুন এই উপায়ে

আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাসে আপনারা পেয়ে যাচ্ছেন ৬.১ ও ৬.৭ ইঞ্চি ডিসপ্লে। যেসব ব্যবহারকারীরা এই স্মার্টফোন দুটি ব্যবহার করেন তারা পাবেন অ্যাপলের এ১৬ চিপসেট ও ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স এরমধ্যেই ভারতে বন্ধ করে দিয়েছে অ্যাপেল।

স্মার্টফোনের বাজারে এই ফোনটির (iphone) আরো যে নতুন চারটি মডেল আসতে চলেছে সেগুলি হল – আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স। যার দাম শুরু হচ্ছে ৬৭ হাজার টাকা থেকে। ফলে মধ্যবিত্তের হাতের নাগালে চলে আসলো এই মার্কিনি সংস্থার ফোন। তবে মনে করা হচ্ছে, কলকাতার বাজারে আরও কিছুটা দামি হতে পারে অ্যাপলের সর্বশেষ আইফোন।

Advertisements