আট নয়, IPL-এ বাড়তে চলেছে দল, ঘোষণা BCCI কর্তার

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আর দিন কয়েকের মধ্যেই চলতি বছরের অসমাপ্ত আইপিএল পুনরায় শুরু হতে চলেছে আরব আমিরশাহীতে। তবে এই অসমাপ্ত আইপিএল পুনরায় শুরু হওয়ার আগেই নতুন একটি খবর এলো। নতুন খবর অনুযায়ী এই বছরই আট দলের আইপিএল প্রতিযোগিতার সমাপ্তি ঘটতে চলেছে। আগামী বছর থেকে আরও বেশি সংখ্যক দল নিয়ে হবে এই রোমাঞ্চকর প্রতিযোগিতা।

Advertisements

Advertisements

চলতি বছর আইপিএল শুরু হওয়ার আগে থেকেই দল বাড়া নিয়ে একটি জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনাতে সিলমোহর দিল বিসিসিআই। বিসিসিআইয়ের কোষাধক্ষ্য অরুণ ধূমল জানিয়ে দিয়েছেন, “আট দলের আইপিএল এবারই শেষ। আগামী বছর থেকে নিশ্চিতভাবেই আইপিএল হতে চলেছে ১০ দলের।”

Advertisements

এর পাশাপাশি তিনি আইপিএলের জনপ্রিয়তা নিয়ে জানিয়েছেন, “গোটা বিশ্ব এখন আইপিএলের দিকে তাকিয়ে। এটা নিঃসন্দেহে একটা চমকপ্রদ টুর্নামেন্ট হতে চলেছে। আর এটাই শেষ আট দলের আইপিএল। এরপর আগামী বছর থেকেই ১০ দলের টুর্নামেন্ট শুরু হয়ে যাবে।”

তবে আট দলের পরিবর্তে দশ দলের ক্ষেত্রে আগামী বছর আইপিএলে কোন কোন দল সংযুক্ত হতে চলেছে তা এখনই জানা যায়নি। অন্যদিকে চলতি বছর আইপিএল শুরু হওয়ার আগেই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীনে বিসিসিআই এই দশটি দল নিয়ে আইপিএল শুরু করার চিন্তা ভাবনায় ছিল। যদিও তা সম্ভব হয়নি করোনা কালের জন্য।

তবে এই বছর যখন দশ দল নিয়ে আইপিএল শুরু করার চিন্তাভাবনা করছিল বিসিসিআই সেই সময় তাতে বিনিয়োগ করার জন্য প্রস্তুত ছিল বহু সংস্থায়। এই সকল সংস্থার মধ্যে অন্যতম হলো আমেদাবাদের একটি সংস্থা, যারা তাদের কর্পোরেট দল নামানোর জন্য উদ্যোগী হয়েছিল। এর পাশাপাশি আদানি গ্রুপ, আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের নামও শোনা যাচ্ছিল। একসময় এই আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ যুক্ত ছিল রাইজিং পুণে সুপারজায়ান্টস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে।

Advertisements