নিজস্ব প্রতিবেদন : করোনাকালে সবে মাত্র দু’মাস আগে শেষ হয়েছে ২০২০-এর IPL প্রতিযোগিতা। তবে পিছনের দিকে না তাকিয়ে ফ্র্যাঞ্চাইজি দলগুলি একুশের IPL-এর প্রস্তুতির জন্য তোড়জোড় শুরু করে দিলো। ইতিমধ্যেই একাধিক ফ্র্যাঞ্চাইজি দলকে ছেড়ে দিতে দেখা গিয়েছে তাদের কিংবদন্তি তারকাদের। কাপ জয়ের লক্ষ্যে অনেক দলই নতুন পরিকল্পনায় নামতে শুরু করেছে।
একুশের IPL-এর নিলাম আর মাত্র কয়েকদিন পরেই। আর এই নিলামের আগে কোন কোন ফ্র্যাঞ্চাইজি দল থেকে কোন কোন খেলোয়ার বাদ পড়লেন তার তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা সামনে এসেছে গত বুধবার। চলুন তালিকা অনুযায়ী দেখে নেওয়া যাক কোন দল কোন কোন খেলোয়ারকে ছেড়ে দিলো।
মুম্বই ইন্ডিয়ান্স : IPL-এর অন্যতম জনপ্রিয় এই দল একুশের IPL-এর আগে ছেড়ে দিচ্ছে লসিথ মালিঙ্গা, ন্যাথান কুল্টার নাইল, প্রিন্স বলবন্ত রায় সিং, জেমস প্যাটিনসন, দিগ্বিজয় দেশমুখ, মিশেল ম্যাকক্লেনাঘান ও শেরফেন রাদারফোর্ডকে।
তাদের দলে থাকছে রোহিত শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, কুইন্টন ডি কক, অনমোলপ্রীত সিং, আদিত্য তারে, ক্রিস লিন, সৌরভ তিওয়ারি, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া, কায়রন পোলার্ড, জয়ন্ত যাদব, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ, মোহসিন খান, রাহুল চাহার ও অঙ্কুল রায়।
কিংস ইলেভেন পঞ্জাব : ছেড়ে দেওয়া হয়েছে গ্লেন ম্যাক্সওয়েল, শেলডন কোটরেল, মুজিব-উর-রহমন, করুণ নায়ার, জিমি নিশাম ও হার্ডাস ভিলজোয়েনকে।
দলে থাকছেন কে.এল. রাহুল, ক্রিস গেইল, ময়াঙ্ক আগরওয়াল, নিকোলাস পুরন, দীপক হুডা, মনদীপ সিং, সরফারাজ খান, প্রভসিমরান সিং, মহম্মদ শামি, ক্রিস জর্ডান, দর্শন নালকান্ডে, রবি বিষ্ণোই, মুরুগান অশ্বিন, ঈশান পোরেল, অর্শদীপ সিং ও হরপ্রীত ব্রার।
দিল্লি ক্যাপিটালস : অ্যালেক্স ক্যারি, জেসন রয়, কিমো পল, মোহিত শর্মা, সন্দীপ লামিচানে, তুষার দেশপাণ্ডেকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস।
ধরে রাখা হয়েছে শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, শিখর ধাওয়ান, পৃথ্বী শ, আর অশ্বিন, ইশান্ত শর্মা, অজিঙ্কা রাহানে, অক্ষর প্যাটেল, ললিত যাদব, অমিত মিশ্র, ক্রিস ওকস, আভিশ খান, মার্কাস স্টোয়নিস, শিমরন হেটমায়ার, কাগিসো রাবাডা, অ্যানরিচ নোকিয়া, প্রবীণ দুবের মতো খেলোয়াড়কে।
চেন্নাই সুপার কিংস : হরভজন সিং, শেন ওয়াটসন, পীযূষ চাওলা, কেদার যাদব, মুরলী বিজয়, মনু কুমারকে ছেড়ে দিলো চেন্নাই সুপার কিংস। শেন ওয়াটসন অবশ্য অবসর নিচ্ছেন।
দলে ধরে রাখা হয়েছে ধোনি, সুরেশ রায়না, অম্বতি রায়ুডু, এন নাগেশ, ফাফ দু’প্লেসিস, ঋুতুরাজ গায়কোয়াড়, স্যাম কুরান, রবীন্দ্র জাদেজা, ব্রাভো, মিশেল স্যান্টনার, লুঙ্গি এনগিড়ি, জোশ হ্যাজেলউড, শার্দুল ঠাকুর, দীপক চাহার, কর্ণ শর্মা, কে এন আসিফ, ইমরান তাহির, আর সাই কিশোরকে।
কলকাতা নাইট রাইডার্স : কলকাতা নাইট রাইডার্স নিলামের জন্য ছেড়ে দিলো ক্রিস গ্রিন, এম সিদ্ধার্থ, নিখিল নায়েক, টম ব্যানটন, সিদ্ধেশ লাডকে।
দলে ধরে রাখা হয়েছে দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, ইয়ন মরগ্যান, কমলেশ নগরকোটি, কুলদীপ যাদব, লকি ফারগুসন, নীতিশ রানা, প্রসিধ কৃষ্ণা, রিঙ্কু সিং, সন্দীপ ওয়্যারিয়র, শিভম মাভি, শুভমন গিল, সুনীল নারিন, প্যাট কামিন্স, আলি খান, রাহুল ত্রিপাঠি, বরুণ চক্রবর্তী, হ্যারি গার্নকে।
রাজস্থান রয়্যালস : স্টিভ স্মিথ, আকাশ সিং, বরুণ অরোরা, অঙ্কিত রাজপুত, অনিরুদ্ধ জোশি, ওশান থমাস, শশাঙ্ক সিং, টম কুরানের নত খেলোয়াড়দের ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়েলস।
দলে থাকছেন সঞ্জু স্যামসন, মাহিপাল লোমরোর, মনন ভোরা, রিয়ান পরাগ, যাদব উনাদকাট, রবিন উথাপ্পা, ডেভিড মিলার, জস বাটলার, ময়ঙ্ক মারকান্ডে, জোফ্রা আরচার, শ্রেয়স গোপাল, কার্তিক ত্যাগি, অ্যান্ড্রিউ টাই, বেন স্টোকস, রাহুল তেওয়াতিয়া, অনুজ রাওয়াত, ইয়াসাভি জয়সওয়াল।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর : অ্যারন ফিঞ্চ, ক্রিস মরিস, ইসুরু উড়ানা, মইন আলি, পবন নেগি, গুরকিরত সিং মান, শিবম দুবে, ডেল স্টেইন, পার্থিব প্যাটেল, উমেশ যাদবের মতো তারকা খেলোয়াড়দের ছেড়ে দেওয়া হলো।
দলে রাখা হয়েছে বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, দেবদত্ত পাড়িক্কল, মহঃ সিরাজ, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জোসে ফিলিপ, শাহবাজ আহমেদ ও পবন দেশপান্ডেকে।
সানরাইজার্স হায়দ্রাবাদ : সঞ্জয় যাদব, বি সন্দীপ, বিলি স্টানলেক, ফ্যাবিয়ান অ্যালেন ও ইয়ারা পৃথ্বিরাজকে ছেড়ে দিলো সানরাইজার্স হায়দ্রাবাদ।
সানরাইজার্স হায়দ্রাবাদ ধরে রেখেছে ডেভিড ওয়ার্নার, অভিষেক শর্মা, বসিল থাম্পি, ভুবনেশ্বর কুমার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, মনীশ পান্ডে, মহঃ নবি, রশিদ খান, সন্দীপ শর্মা, শাহবাজ নাদিম, শ্রীবৎস গোস্বামী, সিদ্ধার্থ কৌর, খলিল আহমদ, টি নটরাজন, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহা, আব্দুল সামাদ, মিচেল মার্শ, জেসন হোল্ডার, প্রীয়ম গর্গ, বিরাট সিংকে।
ছেড়ে দেওয়া এই সকল খেলোয়াড়রা আগামী নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি দলে জায়গা করে নেন সেটাই এখন দেখার।