The IPL auction rules are undergoing major changes from next year: দেশের ক্রিকেটপ্রেমীরা প্রত্যেক বছর অপেক্ষা করে থাকে আইপিএলের জন্য। দেশের মানুষের বিনোদনের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আইপিএলে আনা হল বহু পরিবর্তন। তবে কি কি নিয়মে (IPL Rules) পরিবর্তন আনা হলো সে বিষয়ে আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আগামী আইপিএলে কতজন করে ক্রিকেটারকে রিটেন করে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি? তাছাড়া ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম কি আগের মতোই থাকবে? এই ধরনের নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজার জন্য এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত (IPL Rules) নেওয়ার জন্য আইপিএলের দশ দলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। এই বৈঠকে উপস্থিত থাকবে আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যেরা। এই বৈঠকটি আয়োজিত হবে এমনটা বহুদিন ধরেই পরিকল্পিত ছিল। সূত্র মারফত জানা গেছে যে, এই মাসের শেষেই আয়োজিত হতে চলেছে এই বৈঠক। সম্ভবত ৩০ বা ৩১ জুলাই হবে সেই বৈঠক। ভারতীয় ক্রিকেট বোর্ড প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি দলকে প্রস্তুত থাকতে বলেছে।
এই বৈঠকটি আয়োজিত হওয়ার কথা রয়েছে মুম্বাই বোর্ডের সদর দপ্তরে। যেকোনো পাঁচতারা হোটেলেও হতে পারে এই গুরুত্বপূর্ণ বৈঠক। ইতিমধ্যেই ওয়াংখেড়ে স্টেডিয়াম সংলগ্ন ভারতীয় ক্রিকেট বোর্ডের হেড কোয়ার্টারকে এক নতুন চেহারা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তারা চান আইপিএল এর সমস্ত দলের ফ্র্যাঞ্চাইজি সেই দফতর দেখুন। সেই কারণেই বৈঠকটি সেখানে হওয়ার সম্ভাবনা বেশি।
আরও পড়ুন ? Sunil Narine IPL Record: IPL-এ ইতিহাস লিখলেন সুনীল নারিন! এর আগে কেউ পাননি এমন পুরস্কার
এই গুরুত্বপূর্ণ বৈঠকে আইপিএলের কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং কোন কোন নিয়মের (IPL Rules) পরিবর্তন ঘটতে পারে আসুন জেনে নিই। মেগা নিলাম এর আগে কতজন ক্রিকেটারকে রাখতে পারবে এক একটি দল। এখনো এই বিষয়ে সঠিক কোন সিদ্ধান্ত সামনে আসেনি। কয়েকটি দল চায় রিটেনশন প্রথা তুলে দেওয়া হোক এবং নিলামে সব ক্রিকেটারকে তোলা হোক। এর ফলে যেকোন দল চাইলে যশপ্রীত বুমরা বা বিরাট কোহলি বা হার্দিক পাণ্ড্যদের জন্য নিলামে ঝাঁপিয়ে পড়তে পারবে। পাশাপাশি জনপ্রিয় বিদেশি ক্রিকেটার যেমন আন্দ্রে রাসেল, সুনীল নারাইনদের জন্য এক একটি দল নিলামে এগিয়ে আসতে পারবে। তবে আইপিএলের বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি রিটেনশন প্রথার পক্ষে। এমন কয়েকটি দল রয়েছে যারা চাইছে যে রিটেনশন কোটা আরও বাড়িয়ে দেওয়া হোক। অবশ্য বোর্ড কর্তারা সব দলের মতামত ছাড়া যেকোনো বিষয়ে কখনোই এগোবেন না।
এছাড়া এই বৈঠকে আইপিএলে আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ম (IPL Rules) যা হলো ক্রিকেটারদের স্যালারি ক্যাপ সেই বিষয়েও কথা হতে পারে। গত আইপিএলের আগে মিনি নিলামে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স এর নিলামি অর্থ একেবারে রেকর্ড ছাড়িয়ে গেছিল। আইপিএলের অন্যতম জনপ্রিয় দল কেকেআর স্টার্ককে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছিল। তিনি হলেন আইপিএল এর ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার। কিন্তু বোর্ডের মত অনুসারে প্রত্যেকটি ক্রিকেটারের দামের ক্ষেত্রে একটি সামঞ্জস্য থাকা প্রয়োজন। প্রত্যেক দলের হাতে পার্সের পরিমাণ বাড়িয়ে ১২০ কোটি টাকা করার কথাও চিন্তাভাবনা চলছে।