IPL Special Train: ইডেনে আইপিএল দেখে মাঝরাতে বাড়ি ফেরার চিন্তা শেষ! বিশেষ ট্রেন দিল রেল, রইল টাইমটেবিল ও স্টপেজ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে বিনোদন ও দামি লিগ হিসাবে পরিচিত আইপিএল (IPL)। দেশ বিদেশের খেলোয়াড়দের নিয়ে প্রতিবছর বিশ্বজুড়ে সাড়া ফেলে দেয় এই লিগ। অন্যান্য বছরের মতো এই বছর অর্থাৎ ১৭তম আইপিএল লিগের ক্ষেত্রেও সমানভাবে বজায় রয়েছে ক্রিকেটপ্রেমীদের উৎসাহ উদ্দীপনা। আর এবার এই উৎসাহ উদ্দীপনাকে আরও একটু বাড়িয়ে দিল ভারতীয় রেল (Indian Railways)। কেননা তারা এবার স্পেশাল ট্রেন (IPL Special Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

Advertisements

১৭ তম আইপিএল-এর ইতিমধ্যেই ৩৯টি ম্যাচ হয়ে গিয়েছে। গ্রুপ পর্যায়ে আর কয়েকটি খেলা বাকি থাকার পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স-এর ঘরের মাঠে অর্থাৎ ইডেনে তিনটি ম্যাচ বাকি রয়েছে। আর এই তিনটি ম্যাচ দেখার জন্য কেকেআর সাপোর্টার্সদের মধ্যে এখন চলছে টিকিট বুকিং-এর হুড়োহুড়ি। কেননা ঘরের মাঠে এই সকল ম্যাচ দেখতে হৈ হৈ করে মাঠে যাওয়ার প্ল্যান রয়েছে অধিকাংশদের।

Advertisements

পয়েন্ট টেবিলে এখন কেকেআর দ্বিতীয় স্থানে থাকার কারণে কেকেআরপ্রেমীদের মধ্যে খেলা দেখার আগ্রহ অনেক বেড়ে গিয়েছে। তবে পরবর্তী ম্যাচগুলি যেহেতু প্রত্যেকটি রাতে রয়েছে, তাই অনেকের মধ্যে ইডেন থেকে খেলা দেখে বাড়ি ফেরার চিন্তা দেখা যায়। কেননা খেলা শেষ হতে হতে প্রায় মধ্যরাত। তবে এবার এই চিন্তা দূর করতে পূর্ব রেলের তরফ থেকে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হল। ইডেনে কেকেআরের যে কয়টি খেলা রয়েছে সেই খেলার দিনগুলিতে দুটি স্পেশাল ট্রেন চালানো হবে।

Advertisements

আরও পড়ুন ? Flying Taxi in India: ভারতের এই শহরে চালু হতে চলেছে প্রথম উড়ন্ত ট্যাক্সি! ৭ মিনিটে খরচ পড়বে এত টাকা

আগামী ২৬ ও ২৯ এপ্রিল এবং ১১ মে আইপিএল দেখার পর নিশ্চিন্তে বাড়ি ফেরার জন্য দুটি স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। ওই তিন দিন প্রিন্সেপ ঘাট থেকে একটি ১২ কোচের লোকাল ট্রেন বারাসাত পর্যন্ত চলবে। ট্রেনটি রাত ১১:৫০ মিনিটে প্রিন্সেপ ঘাট থেকে ছাড়বে এবং বারাসাত পৌঁছাবে রাত ১ টায়। স্পেশাল এই লোকাল ট্রেনটি প্রিন্সেপ ঘাট থেকে ছাড়ার পর যে সকল স্টেশনের স্টপেজ দেবে সেগুলি হল প্রিন্সেপ ঘাট, ইডেন গার্ডেন্স, বিবাদি বাগ, বাগবাজার, কলকাতা, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি, মধ্যমগ্রাম এবং বারাসাত।

অন্যদিকে ওই তিন দিন আরও একটি ১২ কোচের লোকাল ট্রেন রাত ১২:০২ মিনিটে বিবাদীবাগ থেকে রওনা দেবে। এরপর এই ট্রেনটি ইডেন গার্ডেন্স, প্রিন্সেপঘাট, মাঝেরহাট, নিউ আলিপুর, বালিগঞ্জ, সোনারপুর হয়ে বারুইপুর পৌঁছাবে। যাত্রীদের রাত ১:৩২ মিনিটে বারুইপুর পৌঁছে দেওয়া হবে। তবে যেহেতু এই দুটি স্পেশাল ট্রেন আইপিএল দেখে ক্রিকেটপ্রেমীদের বাড়ি ফেরার বন্দোবস্তের জন্য করা হয়েছে, তাই ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইডেনে খেলা দেখে মাঝরাতে বাড়ি ফেরার চিন্তা দূর হলো।

Advertisements