IPL: আইপিএল ক্রিকেটপ্রেমীদের কাছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আইপিএল ২০২৫ এর সময়সূচি ঘোষণার পর সকল ক্রিকেটপ্রেমীরাই প্রতিযোগিতা দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছে। কিন্তু ফের বদলাতে চলেছে আইপিএলের শুরুর দিন। তবে সূত্রের খবর অনুযায়ী, আইপিএলের প্রথম ম্যাচ হবে ইডেনে। খেলবে গতবারের চ্যাম্পিয়ন্স কলকাতা নাইট রাইডার্স।
ইতিমধ্যেই বিসিসিআইয়ের সভাপতি, রাজীব শুক্লা তার এক সাক্ষাৎকারে আইপিএলের (IPL) দিনক্ষণ জানিয়ে দিয়েছেন। কিন্তু পূর্বনির্ধারিত দিন অনুযায়ী খেলা শুরু হচ্ছে না। তাহলে কবে থেকে শুরু হতে চলেছে আইপিএল? সেই ব্যাপারে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদন থেকে।
২০২৪ সালে আইপিএল (IPL) শুরু হয়েছিল ২২শে মার্চ। প্রথম ম্যাচে অংশগ্রহণ করেছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সিএসকে। পরে কেকেআর এবং সিএসকের ম্যাচ দারুন ভাবে স্নায়ু উত্তেজনা বাড়িয়েছিল ক্রিকেটপ্রেমীদের। কেকেআর বিজয়ী হওয়ার মাধ্যমে এই ম্যাচের পরিসমাপ্তি ঘটে। তাই এই বছরও কেকেআর সাপোর্টার্সদের মধ্যে উত্তেজনা সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে। বিসিসিআইয়ের তরফ থেকে জানা গিয়েছে, নির্ধারিত দিনের একদিন পর থেকে শুরু হবে এই বারের আইপিএল। আগে জানানো হয়েছিল, ২১শে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। কিন্তু একদিন পিছিয়ে যাচ্ছে আইপিএল শুরুর দিন। অর্থাৎ এই বছর ২২শে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল।
আরও পড়ুন: ৩০ কোটি ব্যয়ে মধ্যমগ্রামে নির্মিত হচ্ছে ইকো পার্ক, কি কি থাকবে? জানালো পুরসভা
তবে দিন বদলালেও প্রথম ম্যাচের মাঠ বদলাচ্ছে না। গত বছর কেকেআর আইপিএল (IPL) জিতেছিল। তাই সেই মাঠেই এই বারের আইপিএলের প্রথম ম্যাচ হবে বলে জানা যাচ্ছে। ফাইনালও অনুষ্ঠিত হবে ইডেনে। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, এখনো অব্দি ২৫শে মে ফাইনালের দিন হিসাবে ঠিক করা হয়েছে। তবে আইপিএলের দিনক্ষণ জানানো হলেও মহিলা প্রিমিয়ার লিগ নিয়ে বিস্তারিত জানানো হয়নি।
২০২৫ এ অংশগ্রহণকারী দলের মধ্যে নতুন কিছু দল রয়েছে। গত বছর শেষের দিকেই আইপিএলের মেগা নিলাম হয়। গত নভেম্বরে জেদ্দায় ২০২৫ সালের নিলাম অনুষ্ঠান হয়েছিল। ক্রিকেটার কিনতে দলগুলির মোট ৬৩৯.১৫ কোটি টাকা খরচ হয়। এবার মোট ১৮২ জন খেলোয়াড় নিলামে উঠেছিলেন। নিলামের সবচেয়ে বেশি দাম পেয়েছেন দেশের এক নম্বর উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্থ নাম জানা যাচ্ছে। অন্যদিকে পঞ্জাব ২৬.৭৫ কোটি টাকা খরচ করেছে শ্রেয়স আয়ারের জন্য। ২০২৫ সালে আইপিএলের তারিখ ঘোষণার পর দলগুলি নিজ নিজ কর্মযজ্ঞের সামিল হতে শুরু করেছে। তবে ২০২৫ এর আইপিএলে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে বলে শোনা যাচ্ছে। এর পাশাপাশি আইপিএলে নতুন কমিশনার নিয়োগ হবে বলেও জানা গিয়েছে।