‘খাকি পরে দাগ নেবো না’, মমতার চোখে চোখ রেখে জবাব আইপিএস নগেন্দ্রর

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের খাকি উর্দি পরে থাকা অর্থাৎ পুলিশদের বিরুদ্ধে বারংবার বিরোধীরা পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আসছেন অথবা তুলছেন। কিন্তু বৃহস্পতিবার এমন বিস্তর অভিযোগের মধ্যেই বেনজির এক দৃশ্যের সাক্ষী থাকলো গোটা বাংলা থেকে দেশ। সেখানে একজন কর্তব্যরত এক আইপিএস অফিসার দেখালেন, নিজের কর্তব্যে কতটা অবিচল, তা তার সামনে যত বড়ই ব্যক্তি হন না কেন।

Advertisements

বৃহস্পতিবার দ্বিতীয় দফার নির্বাচনে আমরা নানান ঘটনার সাক্ষী থেকেছি। আর এই সকল ঘটনার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য নন্দীগ্রামের বয়ালের ৭ নম্বর বুথের ঘটনা। যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং প্রায় দু’ঘণ্টা হাজির থেকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সেই প্রশ্নের কড়া জবাব দিতে দেখা যায় আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠীকে।

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন সেই সময়ই সিনিয়র আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠী চোখে চোখ রেখে জবাবে মুখ্যমন্ত্রীকে বলেন, ‘ম্যাডাম খাকি পরে কোন দাগ নেবো না।’ এই কথা শুনে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘দাগ তো অনেকেই নিয়ে নিয়েছে।’ আর এর জবাবে কর্তব্যে অবিচল আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠী জানিয়ে দেন, ‘আমি নেবো না ম্যাডাম।’

Advertisements

নন্দীগ্রাম বিধানসভায় ভোট নিয়ে এবার আগে থেকেই চরম সতর্ক ছিল নির্বাচন কমিশন। দুই পক্ষই যে একাধিক অভিযোগ তুলতে পারে তা আগে থেকেই তারা টের করতে পেরেছিল। আর যে কারণে ভোটগ্রহণের অনেক আগে থেকেই এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করে কমিশন। আর এই এলাকার দায়িত্ব দিয়ে পাঠানো হয় সিনিয়র আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠীকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওই বুথে বসে নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন তোলার পাশাপাশি সরাসরি আইপিএস অফিসারকে নানান প্রশ্ন করছেন সেই সময়ই মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘আচ্ছা আমাকে একটা কথা বলো বুথের দুশ মিটারের মধ্যে কি কেউ থাকতে পারে? তাহলে ওরা রয়েছে কিভাবে?’ আর এর জবাবে কোনরকম থতমত না খেয়েই আইপিএস অফিসার বলেন, ‘আপনি চেক করে দেখতে পারেন, ওরা এখন নেই।’ তারপরেও মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘ওই তো আওয়াজ শোনা যাচ্ছে।’ তারও জবাব দিতে দেখা যায় আইপিএস অফিসারকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন করার প্রসঙ্গ তুললে নগেন্দ্র ত্রিপাঠী জানান, ‘আমি ব্যক্তিগতভাবে সকালে দেখে গেছি। এখানে তেমন কিছু ছিল না।’ এরপরেও মুখ্যমন্ত্রীর সাথে বেশ কিছুক্ষণ ধরে নগেন্দ্র ত্রিপাঠীর ঠান্ডা বাক্যলাপ লক্ষ্য করা যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক অভিযোগ তোলেন পুলিশ অবজারভারের বিরুদ্ধে। তবে এই সব অভিযোগকে নিজের যুক্তিতে উড়িয়ে দেন নগেন্দ্র ত্রিপাঠী।

[aaroporuntag]
প্রসঙ্গত, নগেন্দ্র ত্রিপাঠীকে ২০১৬ সালে ভোটের সময় কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের দায়িত্বে দেখা গিয়েছিল। কিন্তু সে সময় তিনি তাকে নিয়ে প্রশংসা এবং সমালোচনা দুই-ই লক্ষ্য করা গিয়েছিল। আর এই সমালোচনা এবং প্রশংসার পর ভোট শেষে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে দেন। আর নিয়তির পরিহাসে সেই ত্রিপাঠীই দায়িত্ব নিয়ে বৃহস্পতিবার নন্দীগ্রামের ভোট করালেন।

Advertisements