নারদ কাণ্ডে সিবিআইয়ের হাতে প্রথম গ্রেপ্তার

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : নারদ কাণ্ডে এই প্রথম গ্রেপ্তার সিবিআইয়ের হাতে। গ্রেপ্তার হলেন আইপিএস অফিসার এফএমএইচ মির্জা। ইতিমধ্যেই তার শারীরিক পরীক্ষা করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক তথ্য রয়েছে সিবিআইয়ের হাতে বলে জানিয়েছে সিবিআই।

সিবিআই প্রথম নারদ কাণ্ডে তার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে। তার কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করে সিবিআই আধিকারিকরা। তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়।

তাকে হেফাজতে নিয়ে জানতে চাইবে কি কারনে এই টাকার লেনদেন এবং কেন তিনি এই টাকা নিয়েছিলেন। এই আর্থিক লেনদেনের পিছনে আর কারা কারা যুক্ত রয়েছেন তার সম্পর্কেও জানা হবে বলে জানা গিয়েছে। নারদ কাণ্ডে ধৃত এই আইপিএস অফিসারকে তোলা হবে ব্যাঙ্কশাল আদালতে।

সিবিআইয়ের অভিযোগ, এখনো পর্যন্ত তাকে যে সকল প্রশ্ন করা হয়েছে সেই সকল প্রশ্ন নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করেছেন তিনি। তার দেওয়া তথ্যে অজস্র অসঙ্গতি রয়েছে। সিবিআইয়ের তরফ থেকে তার ৫ দিনের সিবিআই হেফাজত হয়েছে। তাকে হেফাজতে নিয়ে তদন্তের গতি আরও বাড়াতে চাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।