থাইল্যান্ড ভ্রমণ, ভারতীয় রেলের নয়া পদক্ষেপ, খরচ জানালো IRCTC

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল ভারতীয়দের কাছে গণপরিবহনের মেরুদন্ড। গণপরিবহন ছাড়াও ভারতীয় রেল ভ্রমণের জন্য নানান প্যাকেজ চালু করে থাকে। এযাবত এই সকল প্যাকেজ দেশের অভ্যন্তরে চালু থাকলেও এবার তা দেশের গন্ডি ছাড়িয়ে পাড়ি দিচ্ছে বিদেশে। সম্প্রতি পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ব্যাংকক, ফুকেত, পাটায়া সহ থাইল্যান্ড ঘুরিয়ে দেখাবে ভারতীয় রেল।

Advertisements

এর জন্য ভারতীয় রেলের তরফ থেকে ৩টি টুর প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ভারতীয় রেলের তরফ থেকে যে তিনটি ট্যুর প্যাকেজের ঘোষণা করা হয়েছে সেগুলি হল, স্বাধীনতা দিবস স্পেশাল থ্রিলিং থাইল্যান্ড, ফুকেট ক্রবি স্পেশাল প্যাকেজ এবং নেপাল নির্ভানা প্যাকেজ গ্রুপ-২। এ সকল প্যাকেজের ক্ষেত্রে কত খরচ হবে যাত্রীদের তা সম্পর্কে বিস্তারিত জানিয়েছে পূর্ব রেল।

Advertisements

স্বাধীনতা দিবস স্পেশাল থ্রিলিং থাইল্যান্ড : এই প্যাকেজের জন্য খরচ পড়বে জন প্রতি ৩৮ হাজার ৬৮ টাকা। ১১ আগষ্ট যাত্রা শুরু হবে। ৫ রাত্রি ৬ দিন ধার্য করা হয়েছে ঘোরার জন্য। এতে ব্যাংকক অথবা পাটায়া ঘোরার সুযোগ থাকবে।

Advertisements

ফুকেট ক্রবি স্পেশাল প্যাকেজ : দুর্গাপুজোর সময় এই ট্যুর প্যাকেজ রাখা হয়েছে। এতে জন প্রতি খরচ হবে ৫৭ হাজার ৪১৬ টাকা। ১ অক্টোবর যাত্রা শুরু করে মোট ৫ রাত্রি ৬ দিনের এই প্যাকেজে ঘোরার সুযোগ থাকবে।

নেপাল নির্ভানা প্যাকেজ গ্রুপ-২ : এর জন্য জন প্রতি খরচ পড়বে ২৭ হাজার ৮৯৬ টাকা। এই প্যাকেজের জন্য হাওড়া – রক্সৌল – হাওড়া বিশেষ চাটার্ড থ্রি টায়ার বাতানকুল কামরা যাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়েছে। চিতোয়ান জাতীয় পার্ক, কাটমান্ডু ও পোখরার মত স্থানগুলি ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা থাকবে। ২৮ আগস্ট যাত্রা শুরু করে মোট ৭ রাত্রি ৮ দিন রাখা হয়েছে এই প্যাকেজের জন্য।

এই সমস্ত প্যাকেজের সঙ্গে আলাদা করে যাত্রীদের হোটেল ভাড়া অথবা বিমান ভাড়ার জন্য খরচ বহন করতে হবে না। তবে প্যাকেজের সঙ্গে আলাদা করে জিএসটি গুনতে হবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি এই সমস্ত ট্যুর প্যাকেজ প্রসঙ্গে যাত্রীদের মধ্যে যদি কোন কিছু কৌতুহল থাকে তাহলে তারা 9002040069 নম্বরে হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জানতে পারবেন।

Advertisements