নিজস্ব প্রতিবেদন : বছরের বিভিন্ন সময় দেশের নাগরিকরা বিভিন্ন জায়গায় ঘুরতে যান। নিজেরাই ঘুরতে যাওয়ার ক্ষেত্রে যানবাহন থেকে শুরু করে হোটেল খাওয়া-দাওয়া সব কিছু মাথায় বোঝা নিয়ে ঘুরতে যেতে হয়। এর ফলে অনেক সময় অতিরিক্ত বোঝা ঘুরতে যাওয়ার আনন্দকে নষ্ট করে দেয়। এই ধরনের ঘটনা থেকে পর্যটকদের রক্ষা করতে আইআরসিটিসি (IRCTC Tour Plan) বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্যাকেজ ঘোষণা করে থাকে।
আইআরসিটিসির তরফ থেকে এই ধরনের যে সকল প্যাকেজ আনা হয় সেগুলিতে কেবলমাত্র টাকা দিয়েই নিশ্চিন্ত থাকতে পারেন পর্যটকরা। কেননা আইআরসিটিসির ওই সকল প্যাকেজ বুক করলে থাকা খাওয়া যাওয়া আসা সমস্ত দায়িত্ব আইআরসিটিসি নিজেরাই নিয়ে নেয়। আবার তাদের তরফ থেকে যে প্যাকেজ খরচ নেওয়া হয় তাও তুলনামূলক অনেকটাই কম। সম্প্রতি আবার সংস্থার তরফ থেকে আগে ঘুরে এসে পরে টাকা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। মূলত তাদের তরফ থেকে এলটিসি এবং ইএমআইয়ের মাধ্যমে টাকা দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে।
আইআরসিটিসির তরফ থেকে সস্তায় নতুন যে একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে তার মাধ্যমে ট্যুর শুরু করা হবে আগ্রা কান্ট থেকে। তবে কলকাতা থেকেও চড়া যাবে। যে ট্যুরের মধ্যে পর্যটকদের গঙ্গাসাগর, বৈদ্যনাথ, গয়া, পুরী, কোনার্ক, বারাণসী ও অযোধ্যা ঘুরিয়ে দেখানো হবে। এই প্যাকেজের মধ্য দিয়ে যারা ভ্রমণে যাবেন তারা বিষ্ণুপদ মন্দির ও স্থানীয় মন্দির, গয়া, বৈদ্যনাথ মন্দির, জগন্নাথ মন্দির, কোনার্ক মন্দির, পুরির স্থানীয় মন্দির, গঙ্গা সাগর, কাশী বিশ্বনাথ মন্দির, বারাণসী, রামজন্মভূমি, হনুমান গড়ি সহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন।
আরও পড়ুন ? Bullet Train: কতদূর এগোলো বুলেট ট্রেনের প্রকল্প, লেটেস্ট আপডেট দিলেন রেলমন্ত্রী
আইআরসিটিসির তরফ থেকে এই প্যাকেজের জন্য ইকোনমিক ক্লাসে ১৭ হাজার ৫০০ টাকা নেওয়া হচ্ছে মাথাপিছু। ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের জন্য মাথাপিছু নেওয়া হবে ১৬ হাজার ৪০০ টাকা। স্ট্যান্ডার্ড ক্লাসের জন্য নেওয়া হবে ২৮ হাজার ৩০০ টাকা। স্ট্যান্ডার্ড ক্লাসে ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের জন্য মাথাপিছু নেওয়া হবে ২৭ হাজার টাকা। কমফোর্ট ক্লাসে মাথাপিছু লাগবে ৩৭ হাজার ২০০ টাকা এবং ৫-১১ বছর বয়সী শিশুদের জন্য মাথাপিছু লাগবে ৩৫ হাজার ৬০০ টাকা।
আগামী ২৫ এপ্রিল ভারত গৌরব টুরিস্ট ট্রেনটি রওনা দেবে এবং সমস্ত জায়গা ঘুরিয়ে আসার পর ৪ মে ফিরে আসবে। আইআরসিটিসির তরফ থেকে এই টাকা ইএমআই পদ্ধতিতে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও টাকা দেওয়া যেতে পারে এলটিসি পদ্ধতিতেও। এই প্যাকেজের আওতায় যারা যাবেন তাদের আলাদা করে থাকা-খাওয়া অথবা ঘোরার জন্য যানবাহন নিয়ে কোন খরচ করতে হবে না অথবা চিন্তা করতে হবে না। সমস্ত বন্দোবস্ত করে রাখবে আইআরসিটিসি।