IRCTC has arranged Bharat Gaurav Express for pilgrims to tour the holy places of the country: ভ্রমন প্রিয় ভারতীয় পর্যটকদের মধ্যে পুণ্যার্থীদের সংখ্যা একেবারে কম নয়। কিন্তু একসময় যেকোনো একটি জায়গার দর্শন করাই সম্ভব হয় বেশির ভাগ পুণ্যার্থীদের ক্ষেত্রে। পাশাপাশি অবস্থিত একাধিক তীর্থস্থান একসাথে দর্শন করতে পারেন না অনেকেই। বাধা হয়ে দাঁড়ায় আর্থিক সমস্যা। যাতায়াত এবং থাকা, খাওয়ার খরচ সামলাতে গিয়ে সমস্যায় পড়েন যাত্রীরা। ১ টি বা ২ টি তীর্থস্থান দর্শন করেই ফিরে চলে আসতে হয় তাদের। যাদের সামর্থ্য আছে তারা পরবর্তীতে আবার পরিকল্পনা করেন। যাদের নেই তারা হয়তো আর সুযোগ পাননা এখানে যাবার। কিন্তু আর কোন চিন্তা নেই। আইআরসিটিসি পূণ্যর্থীদের জন্য নিয়ে এলো নতুন একটি ট্রেন (Bharat Gaurav Express)।
উত্তরবঙ্গের পর্যটকদের জন্য সুখবর। তাদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে আইআরসিটিসি নিয়ে এল নতুন একটি ট্রেন (Bharat Gaurav Express)। এই ট্রেনে একসাথে ঘুরে দেখা যাবে ৬ টি দর্শনীয় তীর্থস্থান। সম্পূর্ণ ভ্রমণ প্যাকেজের জন্য নির্ধারিত খরচও হবে সাধারণের সাধ্যের মধ্যেই। এই ট্রেনে চড়ে একসাথে ঘুরে দেখা যাবে অযোধ্যার রাম মন্দির সহ মথুরা, বৃন্দাবন, হরিদ্দার, হৃষিকেশ এবং বৈষ্ণব দেবীর মন্দিরও। মূলত উত্তরবঙ্গের পর্যটকদের কথা চিন্তা করেই, নতুন এই বিশেষ ট্রেনটি চালু করার উদ্যোগ নিয়েছে আইআরসিটিসি।
২২শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের পর থেকেই প্রতিদিন অসংখ্য ভক্তদের ভিড় লেগেই রয়েছে অযোধ্যার রাম মন্দির চত্বরে। ভারতের বিভিন্ন এলাকা থেকে এই সমস্ত ভক্তরা ভিড় করছেন মন্দির চত্বরে। কিন্তু আর্থিক সমস্যার কারণে অনেকেই হয়তো ফিরে যাচ্ছেন শুধুমাত্র রাম মন্দির দর্শন করেই। আশপাশের একাধিক তীর্থস্থানগুলি ধরা-ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। তাই পূণ্যার্থীদের সুযোগ-সুবিধার কথা চিন্তা করে নতুন একটি ট্রেন চালু করা হয়েছে আইআরসিটিসির পক্ষ থেকে। নতুন ট্রেনটির নাম রাখা হয়েছে ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেন (Bharat Gaurav Special Tourist Train)। ২৪শে এপ্রিল ২০২৪ থেকে ট্রেনটি উত্তরবঙ্গের মোট ৬ টি তীর্থ স্থানের উদ্দেশ্যে রওনা দেবে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে।
৮ রাত ৯ দিনের প্যাকেজে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে মথুরা, বৃন্দাবন, বৈষ্ণোদেবী, রাম মন্দির সহ মোট ৬টি তীর্থস্থান ভ্রমণ করে আবার ফিরে আসবে নিউ জলপাইগুড়িতে। ৮ রাত ৯ দিনের এই ভ্রমণ প্যাকেজে থাকা, খাওয়া নিয়ে আলাদা কোন চিন্তা করতে হবে না তীর্থযাত্রীদের। সবকিছুই থাকবে ভ্রমণ প্যাকেজের মধ্যে। ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেনে (Bharat Gaurav Express) টিকিট বুকিং এর সাথেই যুক্ত থাকবে সম্পূর্ণ ভ্রমণ প্যাকেজের জন্য ৩ বেলা খাওয়া দাওয়া এবং রাত্রি যাপনের খরচ। কিন্তু সবই হবে সাধারণের একেবারে সাধ্যের মধ্যেই। নন এসিতে খরচ পড়বে মাথাপিছু ১৭ হাজার ৯০০ টাকা এবং এসি থ্রি টায়ারের ক্ষেত্রে খরচ পড়বে মাত্র ২৯ হাজার ৫০০ টাকা।
ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেনে (Bharat Gaurav Express) সম্পূর্ণ ভ্রমণে থাকা খাওয়ার সুবিধা তো থাকছেই, তাছাড়া যাত্রী হিসেবে ট্রেনে থাকবেন প্যারামেডিকেল স্টাফরাও। কোনো তীর্থযাত্রী যদি অসুস্থ বোধ করেন তার সম্পূর্ণ দায়িত্ব থাকবে রেল কর্তৃপক্ষের উপর। এই ট্রেনটি ২৪ জুন ২০২৪ এ প্রথমবার ভ্রমণ অভিজ্ঞতার জন্য রওনা দিতে চলেছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ঠিক সকাল ১০ টার সময়। ৬ টি তীর্থস্থান ঘুরে ৯ দিন পর ২রা জুলাই তীর্থযাত্রীদের নিয়ে আবারো নিউ জলপাইগুড়ি স্টেশনে ফিরবে সন্ধ্যে ৬ টার সময়। নিউ জলপাইগুড়ি থেকে অযোধ্যা অব্দি যাত্রা পথে নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, রামপুরহাট, দুমকা, ভাগলপুর, জামালপুর, কিউল ও পাটনা এই ৮ টি স্টেশন থেকে বোর্ডিং এর সুযোগ পাবেন যাত্রীরা।