IRCTC Package for Mahakumbh: মহাকুম্ভে মেগা সারপ্রাইজ, তীর্থযাত্রীদের জন্য থাকছে রেলের ধামাকাদার প্যাকেজ

Prosun Kanti Das

Published on:

Advertisements

IRCTC Package for Mahakumbh: ভারতীয় রেল (Indian Railways) মহাকুম্ভ ২০২৫ উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য এক অনন্য উদ্যোগ (IRCTC Package for Mahakumbh) নিয়েছে। রেল কর্তৃপক্ষ তীর্থযাত্রীদের আরাম এবং সুবিধার কথা ভেবে মেলা প্রাঙ্গণ থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে বিশাল এক টেন্টসিটি তৈরি করছে। এই টেন্টসিটি হবে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন এবং সম্পূর্ণ আইআরসিটিসি (IRCTC)-এর তত্ত্বাবধানে। মোট ২৫ একর জমি ভাড়া নিয়ে এখানে ডিলাক্স এবং প্রিমিয়াম ক্লাসের তাঁবু তৈরি করা হবে। ডিলাক্স তাঁবুর ভাড়া ১২০০০ টাকা এবং প্রিমিয়াম ক্লাসের তাঁবুর ভাড়া ১৮০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Advertisements

মহাকুম্ভের এই টেন্টসিটি ১০ই জানুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত তীর্থযাত্রীদের জন্য খোলা থাকবে। শুধু তাঁবু নয়, এবার প্রথমবারের মতো আইআরসিটিসি “মহাকুম্ভ পুণ্যক্ষেত্র” নামে একটি ট্রেনভিত্তিক বিশেষ প্যাকেজ চালু করেছে। এই প্যাকেজে (IRCTC Package) থাকছে পাঁচ রাত এবং ছয় দিনের এক চমকপ্রদ তীর্থযাত্রা। যাত্রীরা বেনারস এবং অযোধ্যার মতো ঐতিহাসিক এবং ধর্মীয় স্থানগুলি পরিদর্শনের সুযোগ পাবেন। মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করার সুযোগও অন্তর্ভুক্ত থাকবে এই প্যাকেজে।

Advertisements

এই বিশেষ ট্রেনটি কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে এবং বর্ধমান, বোলপুর, রামপুরহাট, দুমকা এবং সুলতানগঞ্জ হয়ে বেনারসে পৌঁছাবে। যাত্রাপথে থাকবে দেব দর্শনের সুযোগ এবং ভক্তিপূর্ণ অভিজ্ঞতা। বেনারস এবং অযোধ্যায় দর্শনের পাশাপাশি মহাকুম্ভ মেলায় ত্রিবেণী সঙ্গমে স্নানের সুযোগ থাকবে। এই বিশেষ ট্রেনে থ্রি এসি এবং স্লিপার কোচের সুবিধা থাকবে, যেখানে সর্বমোট ৭৮০ জন যাত্রী যাত্রা করতে পারবেন।

Advertisements

আরও পড়ুন:Indian RailwaysIndian Railways: মাত্র কয়েক সেকেন্ডের হাঁটাপথ, বাংলাতেই আছে ভারতের সবথেকে কম দূরত্বের স্টেশন

এই প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে হোটেলে থাকার সুবিধা, সাইটসিন, দেব দর্শন এবং সড়ক পরিবহণ। এছাড়াও টেন্টসিটিতে থাকার সুযোগ এবং ত্রিবেণীতে স্নানের বিশেষ ব্যবস্থা থাকবে। ইকোনমি ক্লাস এবং স্ট্যান্ডার্ড ক্লাসের যাত্রীদের জন্য প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১৯১০০ এবং ২৫১০০ টাকা। এই উদ্যোগটি ধর্মীয় ভ্রমণকে আরও সাশ্রয়ী এবং আরামদায়ক করে তুলবে।

আইআরসিটিসির পূর্বাঞ্চলের গ্রুপ জেনারেল ম্যানেজার মনোজ সিং জানিয়েছেন, রেলের এই উদ্যোগ (IRCTC Package for Mahakumbh) তীর্থযাত্রীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা প্রদান করবে। ভক্তি এবং আরামের এই সমন্বয় মহাকুম্ভে অংশগ্রহণকারী প্রত্যেক তীর্থযাত্রীর জন্য এক অনন্য অভিজ্ঞতা হবে। এটি ভারতীয় রেলের ইতিহাসে ধর্মীয় ভ্রমণের ক্ষেত্রে এক নতুন অধ্যায় সূচনা করবে এবং ভক্তদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে।

Advertisements