IRCTC Hotel Booking: স্টেশনে রাত কাটানোর চিন্তার দিন শেষ! এবার মিলবে আলিশান রুম, তাও আবার জলের দরে

Prosun Kanti Das

Published on:

Advertisements

IRCTC Hotel Booking is now easier than ever: রেলের যাত্রী বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের জন্য দারুন সুযোগ নিয়ে এল রেল কর্তৃপক্ষ। অনেক সময় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর হোটেল পাওয়া নিয়ে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। এই সমস্যা সমাধান করতে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন নিলো নতুন উদ্যোগ। যাত্রীদের কে আর বাইরে গিয়ে হোটেল খুঁজতে হবে না। সাধারণের সুবিধার্থে একাধিক সুযোগ-সুবিধা প্রদান করা হয়ে থাকে রেল কর্তৃপক্ষের তরফ থেকে। যেমন – উৎসব, অনুষ্ঠান বা অন্য কোন বিশেষ দিনগুলিতে বাড়ানো হয় ট্রেনের সংখ্যা, যাতে যাত্রীদের ভিড় সামাল দেওয়া যায়। ঠিক তেমনি একটা নতুন উদ্যোগ নিল আইআরসিটিসি (IRCTC Hotel Booking)।

Advertisements

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন এর পক্ষ থেকে নেওয়া নতুন উদ্যোগে (IRCTC Hotel Booking) উপকৃত হবেন সমস্ত রেল যাত্রীরা। নতুন জায়গায় গিয়ে বাসস্থান নিয়ে আর চিন্তায় পড়তে হবে না কাউকে। স্টেশনের মধ্যেই বিলাসবহুল রুমে থাকতে পারবেন যাত্রীরা। সাধারণত নতুন কোন জায়গায় গেলে স্টেশনের কাছাকাছি হোটেলই খোঁজেন সকলে। হোটেল পাওয়া গেলেও সেখানে রুমের ভাড়া এতটাই বেশি যে, অনেকের পক্ষেই তা বুক করা সম্ভব হয় না। সবদিক চিন্তা করেই যাত্রী সুবিধার জন্য নতুন প্রকল্প চালু করেছে আইআরসিটিসি।

Advertisements

এখন আর বেশি ভাড়া দিয়ে বাইরের হোটেলে থাকতে হবে না কোন যাত্রীকে। ভাড়া বাঁচানোর জন্য নিম্নমানের হোটেলের রুম খোঁজারও প্রয়োজন নেই। স্টেশনের মধ্যেই বিলাসবহুল রুমে থাকতে পারবেন ন্যূনতম ভাড়ায়। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশনের নেওয়া নতুন উদ্যোগের (IRCTC Hotel Booking) সুবিধা পেতে পারেন সকলেই। কিভাবে এই রুমগুলি বুক করবেন? কিভাবে এই সুবিধা গ্রহণ করবেন? সে বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে হবে।

Advertisements

আরও পড়ুন ? Vande Bharat Metro First Look: সামনে এলো বন্দে ভারত মেট্রোর ফার্স্ট লুক! দেখে নিন কি কি সুবিধা রয়েছে এই ট্রেনে

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশনের অফার করা রুমগুলি (IRCTC Hotel Booking) শীততাপ নিয়ন্ত্রিত, রুমগুলির আয়তন সাধারণ হোটেলে রুমের আয়তনের সমান। যেহেতু এই হোটেলগুলি স্টেশনের মধ্যেই তৈরি করা হয়েছে, তাই আর বাইরে গিয়ে হোটেল খোঁজারও প্রয়োজন পড়বে না। এছাড়া হোটেলে থাকলে যে সমস্ত সুবিধা আপনি পেতে পারেন সমস্ত সুবিধাই দেওয়া হবে এই রুমগুলিতেও। রুমগুলির ভাড়াও অত্যন্ত কম একেবারে সাধারণ মানুষের নাগালের মধ্যেই। এক রাতের জন্য এই রুমগুলোর ভাড়া ধার্য করা হয়েছে ১০০ থেকে ৭০০ টাকার মধ্যে। দেশের বড় বড় স্টেশনগুলি বিশেষ করে যেখান থেকে দূরপাল্লার ট্রেন ছাড়া হয় প্রায় প্রতিটিতেই এই সুবিধা দেওয়া হচ্ছে। তালিকায় নাম রয়েছে শিয়ালদা ও হাওড়া স্টেশনেরও।

খুব সহজেই যাত্রীরা এই রুমগুলি বুক (IRCTC Hotel Booking) করতে পারবেন। প্রথমে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর আইডি পাসওয়ার্ড দিয়ে নতুন করে লগইন করলে, বুকিং অপশন পাওয়া যাবে। সেখানে ক্লিক করলে টিকিট বুকিং এর নিচেই রিটায়ারিং রুম বলে আরও একটি অপশন পাওয়া যাবে। এই অপশনে ঢুকলে রুম বুক করতে পারবেন যাত্রীরা। বুকিং এর সময় ব্যক্তিগত তথ্য ও সফর সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে। ফর্ম পূরণ করার পর পেমেন্ট করলেই রুম বুক হয়ে যাবে। বুকিং চার্জ শুরু হচ্ছে ১০০ টাকা থেকে।

Advertisements